ATK Mohun Bagan: হায়দরাবাদ ম্যাচে জয় নিশ্চিত করতে চান ফেরেন্দো

গতবারের আইএসএলের শুরুতে দলের ধারাবাহিকতা সেভাবে না দেখা গেলেও ধীরে ধীরে ছন্দে ফেরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই নিজেদের চেনা ছন্দে দেখা যায় সবুজ-মেরুনকে।

Juan Fernando

গতবারের আইএসএলের শুরুতে দলের ধারাবাহিকতা সেভাবে না দেখা গেলেও ধীরে ধীরে ছন্দে ফেরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই নিজেদের চেনা ছন্দে দেখা যায় সবুজ-মেরুনকে। এরপরেরটা সকলেরই জানা। ম্যাচ এগোনোর সাথে সাথেই সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় হুয়ান ফেরেন্দোর ছেলেরা।

তারপর প্রবল দাপটের সুপার কাপ ঘরে তোলার লক্ষ্য থাকলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়তে হয়ে মেরিনার্সদের। প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় আসলেও দ্বিতীয় ম্যাচে বুথরয়েডের জামশেদপুর এফসি ও পরবর্তীতে এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে শহরে ফিরে আসতে হয় এটিকে মোহনবাগানকে। তবে সেইসব এখন অতীত। এবার সুপার কাপে নিজেদের স্থান নিশ্চিত করতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো (Juan Fernando)।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সেজন্য আগামী ৩রা মে এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ওগবেচেদের হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচে যারাই জিতবে তারাই চলে যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে। আর সেই ম্যাচেই জয় নিশ্চিত করতে মরিয়া বাগান কোচ। উল্লেখ্য, গতবারের আইএসএলের মরশুমে মোট চারবার হায়দরাবাদের বিপক্ষে খেলেছে মোহনবাগান। প্রথমবার হুগো বুমোসের গোলে জয় পেলেও দ্বিতীয় লেগে ওগবেচের গোলে পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের।

তারপর সেমিফাইনালের প্রথম ম্যাচ গোলশূন্যভাবে ড্র থাকলেও পরবর্তী ম্যাচে ট্রাইবেকারের মাধ্যমে ফাইনালে উঠে যায় এটিকে মোহনবাগান। তবে সেই পুরোনো পরিসংখ্যান নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ এই স্প্যানিশ কোচ। এবারের এই ম্যাচ যে আগের থেকে যথেষ্ট কঠিন হতে চলেছে তার আন্দাজ ভালোই পাচ্ছেন ফেরেন্দো।

সেই কারনে কোয়ালিফায়ার ম্যাচের আগে টানা ৯ দিন গোটা দল নিয়ে শহরে অনুশীলন করার পর আজ সকালে অনুশীলন পর্ব মিটিয়ে কোঝিকোড় উড়ে যাচ্ছে দল। তবে এই দিন খুব একটা গা ঘামাতে দেখা গেল না কাউকেই। তবে অনুশীলনের মাঝে গোল করে রোনাল্ডোর মতে সেলিব্রেশন করতে দেখা যায় ব্রান্ডন হ্যামিল কে। পাশাপাশি সিচুয়েশন প্রাকটিস ও সেটপিস মুভমেন্টের দিকেই বাড়তি নজর দিলেন বাগান হেডস্যার। এছাড়াও একাধিকবার দলের ফরমেশন বদলে সকলকে দেখে নিলেন তিনি।

কখনো স্লাভকো ডামজানোভিচের সঙ্গে দলের অধিনায়ক কে রেখে নামতে কে সাইড ব্যাকে মুভ করালেন তো আবার কখনো দলের অধিনায়ক তথা প্রীতম কোটাল কেই দেখা গেল সেই সাইড ব্যাক পজিশনে। এক কথায় বলতে গেলে প্রতিপক্ষের ধারালো উইং কে ভোঁতা করতে সবরকমের চেষ্টা চালাচ্ছেন বাগান কোচ।