কেরালা ব্লাস্টার্স সম্পর্কে ‘বিস্ফোরক’ প্রাক্তন মোহন তারকা আশিক কুরুনিয়ান

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার আশিক কুরুনিয়ান এবার সরাসরি নাম নিয়ে সমালোচনার তির ছুড়লেন তাঁর প্রাক্তন ক্লাব কেরালা ব্লাস্টার্সের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান,…

ashique kuruniyan mohun bagan

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার আশিক কুরুনিয়ান এবার সরাসরি নাম নিয়ে সমালোচনার তির ছুড়লেন তাঁর প্রাক্তন ক্লাব কেরালা ব্লাস্টার্সের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কেরালা ব্লাস্টার্সে খেলার অভিজ্ঞতা নিয়ে কোনও মালয়ালি ফুটবলারের মুখে ইতিবাচক মন্তব্য তিনি শোনেননি। শুধু তাই নয়, তাঁকে কখনও ক্লাবের পক্ষ থেকে ফোন করে দলে যোগ দেওয়ার জন্যও বলা হয়নি।

Advertisements

আশিক বলেন, “কেরালা ব্লাস্টার্সে খেলার বিষয়ে কোনও মালয়ালি প্লেয়ার ইতিবাচক কিছু বলেনি। ওরা কখনও আমায় ফোন করেও ব্লাস্টার্সে যোগ দেওয়ার কথা বলেনি। কিন্তু মোহনবাগানে আসার পর আমি দেখেছি—প্রতিটি ফুটবলার ক্লাব নিয়ে গর্ব করে কথা বলে।”

   

এই মন্তব্যের পরই সমর্থক মহলে শুরু হয়েছে উত্তেজনা। একদিকে কেরালা ব্লাস্টার্সের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন, অন্যদিকে মোহনবাগান সমর্থকেরা আশিকের প্রশংসা করছেন।

আশিক মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে খেলছেন এবং সেখানকার পরিবেশ নিয়ে তিনি খোলাখুলি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, “এখানে প্রত্যেকেই ক্লাবকে পরিবার মনে করে। মাঠে নামার আগে খেলোয়াড়দের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়, সেটাই আসল শক্তি।”

এই মন্তব্য নিঃসন্দেহে কেরালা ব্লাস্টার্স–মোহনবাগান প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞদের মতে, আশিকের এই মন্তব্য হয়তো ভবিষ্যতে আইএসএলের ট্রান্সফার বাজারেও প্রভাব ফেলতে পারে।

Advertisements