আসন্ন আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। লিওনেল স্কালোনির দল ঘোষণার পর থেকেই ছিল অনেক প্রত্যাশা। কিন্তু ম্যাচের আগে ভক্তদের জন্য এল দুঃসংবাদ। চোটের কারণে দলে থাকছেন না দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ম্যাচের সপ্তাহখানেক আগে এনজো ফার্নান্দেজের চোটের খবর নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। চেলসির এই তারকা মিডফিল্ডারের চোট কাটাতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ফলে চলতি মাসের প্রীতি ম্যাচে তাকে পাচ্ছে না স্কালোনির দল।
এনজোর অনুপস্থিতিতে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কেভিন ম্যাক অ্যালিস্টার। তিনি লিভারপুলের তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই। বর্তমানে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার হিসেবে খেলছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার পর উচ্ছ্বসিত কেভিন জানিয়েছেন, “গতকাল ম্যাচের দুই ঘণ্টা আগে আমি জানতে পারি। আগামীকাল আমি আলিকান্তে উড়ে যাচ্ছি জাতীয় দলে যোগ দিতে। এটা আমার জীবনের প্রথমবার, আর আমি জানি আমি একা এটা অর্জন করিনি, এই ড্রেসিং রুমের প্রতিটি মানুষের অবদানে এটা সম্ভব হয়েছে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”
তিনি আরও যোগ করেন, “আমার পরিবার ভীষণ খুশি। আমি যখন স্ত্রীকে ফোন করি, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। এটা এক অসাধারণ অনুভূতি। আগামীকাল আমি এক স্বপ্ন পূরণের পথে হাঁটব।”
আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলে কেভিন ম্যাক অ্যালিস্টার যোগ করবেন নতুন এক অধ্যায়। অন্যদিকে, এনজোর চোট আর্জেন্টিনা কোচিং স্টাফের জন্য বড় ধাক্কা হলেও, স্কালোনি এবার নতুন মুখ নিয়ে দেখতে চান দলের ভবিষ্যৎ সম্ভাবনা।
ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের আলিকান্তে শহরে, যেখানে বিশ্বচ্যাম্পিয়নরা নতুন কিছু মুখ নিয়ে নামবে মাঠে। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এখন কেভিন ম্যাক অ্যালিস্টার।


