ইন্টার কাশীর হয়ে প্রি-সিজন শুরু করার অপেক্ষায় হাবাস

Antonio Lopez Habas ATK

বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয় ইন্টার কাশী ফুটবল (Inter Kashi FC) দল। প্রথমবার আইলিগে অংশগ্রহণ করে যথেষ্ট নজর কেড়েছিল বারাণসীর এই ক্লাব। সেবার চূড়ান্ত সাফল্য না আসলেও পরবর্তীতে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ম্যানেজমেন্ট। সেইমতো নিজেদের গোটা দলকে ঢেলে সাজিয়েছিল ইন্টার কাশী (Inter Kashi FC)। এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছিল স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) হাতে। একটা সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে যথেষ্ট দাপট থেকেছে হাবাসের (Antonio Lopez Habas)। অ্যাটলেটিকো দ্যা কলকাতা থেকে শুরু করে এটিকে হোক কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

তাঁর তত্ত্বাবধানেই ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলেছিল দল। যারফলে অনায়াসেই আইএসএলের অন্যতম সফল কোচদের তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছেন হাবাস (Antonio Lopez Habas)। তবে পরবর্তীতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল মোহনবাগান। মনে করা হচ্ছিল আইএসএলের হয়তো অন্য কোনও দলের দায়িত্বে দেখা যাবে এই ফুটবল কোচকে। তবে শেষ পর্যন্ত তাঁর হাতে দায়িত্ব তুলে দেয় ইন্টার কাশী (Inter Kashi FC)। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। বলাবাহুল্য, হাবাসের (Antonio Lopez Habas) দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিল দলটি।

   

যার ফল স্বরূপ গত সিজনে সকলকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে ইন্টার কাশী (Inter Kashi FC)। গতবার আইলিগ জয়ী দল নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। একটা সময় চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলেও পরবর্তীতে বদলে যায় গোটা পরিস্থিতি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়েছিল ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত দিক খতিয়ে দেখে ইন্টার কাশীকে (Inter Kashi FC) বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। গত কয়েকদিন আগেই সুপার কাপের শেষ ম্যাচের পর তাঁদের হাতে আইলিগ ট্রফি তুলে দিয়েছে ফেডারেশন। যা নিয়ে মাতোয়ারা দলের সকল সমর্থকরা।

Advertisements

সুপার কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ইন্টার কাশী (Inter Kashi FC)। সেক্ষেত্রে ও আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দিকে থাকবে সকলের নজর। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইট থেকে প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করার কথা জানিয়ে দেন এই স্প্যানিশ বস। যেখানে তিনি লেখেন, ‘ ইন্টার কাশির সাথে প্রাক-মরসুম শুরুর জন্য খুব অপেক্ষা করছি। বর্তমান ও ভবিষ্যতের সাথে মানানসই একটি দল তৈরি করার জন্য আমাদের স্থিতিশীলতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করা প্রয়োজন।’ অর্থাৎ তিনি যে এই দলের দায়িত্বেই থাকছেন সেটা বলাই চলে।