ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান উইমেন’স লিগ জয়ী তারকা অঞ্জু এবার শ্রীভূমি এফসিতে

Indian Women’s League winner Anju Tamang has left East Bengal and joined Sreebhumi FC. She thanked East Bengal fans for their special support during her second league title win and begins a new chapter in her career.

কলকাতা, ২৪ অক্টোবর: ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম ভরসা ও ইন্ডিয়ান উইমেন’স লিগ (IWL) জয়ী তারকা ফুটবলার অঞ্জু তামাং এবার নতুন দলে যোগ দিলেন। লাল-হলুদ জার্সি গায়ে সাফল্যের পর তিনি এখন যোগ দিলেন কলকাতার আরেক ক্লাব শ্রীভূমি এফসি-তে।

Advertisements

ইস্টবেঙ্গলে সাফল্য

অঞ্জু তামাং ইস্টবেঙ্গল মহিলা দলে যোগ দেওয়ার পর থেকেই ছিলেন নজরকাড়া পারফর্মার। গত মৌসুমে দলের হয়ে তার দুর্দান্ত খেলার ফলে লাল-হলুদ শিবির ইন্ডিয়ান উইমেন’স লিগ (IWL) জিততে সক্ষম হয়। এটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় IWL শিরোপা।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা

অঞ্জু তামাং নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,

“ইস্টবেঙ্গল সমর্থকরা আমাকে যে সমর্থন দিয়েছেন, তা সত্যিই বিশেষ। ক্যারিয়ারের দ্বিতীয় লিগ জয়ের সময় যে আবেগ আমি অনুভব করেছি, তা অন্য কোথাও পাইনি।”

নতুন পথচলা

এখন তিনি যোগ দিচ্ছেন শ্রীভূমি এফসিতে। কলকাতার ফুটবলে এই ক্লাবটি মহিলাদের ফুটবলে ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে। অঞ্জুর মতো অভিজ্ঞ ফুটবলার যোগ দেওয়ায় শ্রীভূমি এফসির শক্তি বাড়বে বলেই মনে করছে ফুটবল মহল।

Advertisements
ভারতীয় মহিলা ফুটবলে অবদান

অঞ্জু তামাং ইতিমধ্যেই ভারতীয় মহিলা ফুটবলের পরিচিত নাম। তিনি দেশের জার্সি গায়েও খেলেছেন এবং জাতীয় দলে গোল করেছেন। মাঠে তার দৌড়, কৌশল এবং গোল করার দক্ষতা যেকোনো দলকে শক্তি দেয়।

সমর্থকদের প্রতিক্রিয়া

ইস্টবেঙ্গলের সমর্থকরা অবশ্য অঞ্জুকে বিদায় জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লাল-হলুদ ভক্তরা লিখেছেন—

“অঞ্জু, তুমি সবসময় আমাদের পরিবারের অংশ থাকবে। শ্রীভূমিতেও সাফল্য কামনা করি।”

অঞ্জু তামাং-এর ইস্টবেঙ্গল অধ্যায় শেষ হলেও নতুনভাবে শুরু হচ্ছে তার যাত্রা। শ্রীভূমি এফসির জার্সিতে তিনি কীভাবে নিজের ছাপ রাখেন, এখন সেটাই দেখার অপেক্ষা।