হায়দরাবাদ এফসি এখন অতীত, কোথায় খেলছেন অ্যালান পলিস্তা?

Allan Paulista Hyderabad FC

শেষ কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যার প্রভাব এসেছিল দলের পারফরম্যান্সে। সময়ের সাথে সাথে দল ছেড়েছিলেন একাধিক দাপুটে ফুটবলার। তবে নয়া ইনভেস্টরের সহযোগিতায় গত আইএসএলে অংশ নিয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পর একটা সময় দেশের এই প্রথম ডিভিশন লিগে তাঁদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছিল তাঁদের যোগদান। তবে প্রথম ম্যাচে জয় না আসলেও পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল আইএসএলের এই ক্লাব।

Advertisements

সেবার দলকে শক্তিশালী করতে শেষ মুহূর্তে একের পর এক ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। যাদের মধ্যে ছিলেন স্টেফান সাপিচ থেকে শুরু করে অ্যালান পলিস্তার মতো ফুটবলাররা। ভারতে আসার পূর্বে চীনের শক্তিশালী ফুটবল ক্লাব ডিএন ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। পরবর্তীতে তাঁর উপর ভরসা রেখেছিল হায়দরাবাদ (Hyderabad FC)। দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট মন জয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল পরবর্তীতে ও হয়তো তাঁকে দলে ধরে রাখবে ম্যানেজমেন্ট। কিন্তু সেটা সম্ভব হয়নি।

   

তাছাড়া এবার বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। এই নয়া সিজনে হায়দরাবাদের (Hyderabad FC) বদলে দেশের রাজধানী তথা দিল্লিতে এসেছে ম্যানেজমেন্ট। সেই সুবাদে এবার স্পোর্টিং ক্লাব দিল্লি হিসেবেই দল অংশগ্রহণ করেছিল সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে। যদিও গ্ৰুপ পর্বের গন্ডি টপকে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। অন্যদিকে, ভারতীয় ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে কুয়েতের ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন অ্যালান পলিস্তা। বর্তমানে কুয়েতের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব আল সাহল এসসির সঙ্গে চুক্তি রয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

Advertisements

হায়দরাবাদের (Hyderabad FC) পর এবার এই ফুটবল ক্লাবেই নিজেকে মানিয়ে নিতে তৎপর এই তারকা। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে এই ক্লাবের। তারপর পারফরম্যান্সের ভিত্তিতে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ক্লাব ম্যানেজমেন্ট।