HomeSports NewsFootballঅনবদ্য ফেলিক্স, আল নাসেরের কাছে ৪-০ গোলে হার এফসি গোয়ার

অনবদ্য ফেলিক্স, আল নাসেরের কাছে ৪-০ গোলে হার এফসি গোয়ার

- Advertisement -

এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আল নাসের। সূচি অনুযায়ী এবার গ্ৰুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ভারতের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব এফসি গোয়া (Al Nassr vs FC Goa)। তবে সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে জর্জ জেসুসের ছেলেরা। এদিন দলের হয়ে জোড়া গোল করে যান আবদুর রহমান গারিব। এছাড়াও পরবর্তীতে গোল করে যান মোহাম্মদ মারান এবং জোয়াও ফেলিক্স। যারফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখল আল নাসের।

বলাবাহুল্য, এই ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার সম্ভবনা দেখা দিয়েছিল ব্যাপকভাবে। কিন্তু না। শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াডে দেখা যায়নি। যা নিঃসন্দেহে হতাশ করেছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের। এফসি গোয়ার পক্ষে পরবর্তী রাউন্ডে যাওয়া অসম্ভব হলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য ছিল সকলের। তাই ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট সঙ্ঘবদ্ধ ফুটবল খেলার চেষ্টায় সচেষ্ট ছিলেন ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে জাভিয়ের সিভেরিও টোরোরা। যদিও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তবে ৩৫ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে ফ্রি-কিক নেন আব্দুল রহমান গারিব। সেটা সামাল দিতে পারেননি গোয়ার গোলরক্ষক হৃত্বিক তিওয়ারি।

   

যারফলে সেখান থেকেই এগিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবটি। তারপরেও বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিল আল নাসের। যদিও শট লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ও যথেষ্ট দাপট ছিল সৌদি আরবের এই ফুটবল ক্লাবের। যারফলে দ্বিতীয়ার্ধের খুব শীঘ্রই এসে গিয়েছিল দ্বিতীয় গোল। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান সেই গারিব। তারপর ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই খেলার দখল নিতে শুরু করে আল নাসের। ৬৫ মিনিটের মাথায় মোহাম্মদ মারান। তবে সেখানেই শেষ নয়।

তারপর ৮৪ মিনিটের মাথায় তারকা ফুটবলার সাদিও মানের ভাসানো ক্রস থেকে অনবদ্য গোল করে যান রোনাল্ডো সতীর্থ জোয়াও ফেলিক্স। তারপর অতিরিক্ত সময় পাঁচ মিনিটের মধ্যেই ফের গোলের সুযোগ পেয়েছিলেন গারিব। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। নাহলে অনায়াসেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন তিনি।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular