ভারতীয়দের আতিথেয়তায় খুশি আল নাসেরের এই তারকা, লক্ষ্য তিন পয়েন্ট

al-nassr-sultan-al-ghanam-praises-indian-hospitality-fc-goa-clash-afc-champions-league-two-2025-three-points-target

বুধবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের তৃতীয় ম্যাচ খেলতে নামবে এফসি গোয়া। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব আল নাসের (Al-Nassr vs FC Goa )। যে দলে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই ম্যাচ খেলতে তিনি ভারতে না আসলেও দলে রয়েছেন আর ও একাধিক তারকা ফুটবলার। তাঁদের বিপক্ষে খেলা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা সকলের কাছে। বলাবাহুল্য, এই আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্ৰুপ বিন্যাস প্রকাশ হওয়ার পর থেকেই এই হাইভোল্টেজ ম্যাচের জন্য কাউন্ট ডাউন শুরু করে দিয়েছিলেন দেশের ফুটবলপ্রেমীরা।

Advertisements

অবশেষে এসে গিয়েছে সেই ঐতিহাসিক দিন। যেখানে বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নামছে এফসি গোয়া। ধারে ও ভারে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার থেকে প্রতিপক্ষ দল যে ঠিক কতটা এগিয়ে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও নিজেদের সেরাটা দিয়ে এএফসির এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করার মরিয়া প্রচেষ্টা থাকবে গতবারের সুপার কাপ জয়ীদের। অপরদিকে, জয়ের ধারা বজায় রেখে নিজেদেরকে গ্ৰুপ টেবিলের শীর্ষে ধরে রাখার প্রচেষ্টা থাকবে জর্জ জেসাসের ছেলেদের। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক এমনটাই জানিয়েছেন দলের তারকা ডিফেন্ডার সুলতান আল-ঘানাম।

পাশাপাশি ভারতীয়দের আপ্যায়ন নিয়ে ও যথেষ্ট খুশি তিনি। সুলতান বলেন, ‘ আমরা ভারত এবং গোয়া শহরকে তাদের আতিথেয়তা এবং উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করবেন, এবং, ঈশ্বরের ইচ্ছায়, আমরা জয় অর্জনের লক্ষ্য রাখি। ভারত ফুটবলের জন্য খুব বেশি পরিচিত নয়, তবে এটি একটি সুন্দর ম্যাচ হবে। সেইসাথে আল নাসরের সমর্থকদের আমরা কেবল প্রতিশ্রুতি দিচ্ছি যে, ঈশ্বরের ইচ্ছায়, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে এবং তাঁদের আনন্দ দিতে আমাদের কঠোর পরিশ্রম থাকবে।’

Advertisements

পাশাপাশি ম্যাচের পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘ দলের কৌশলগত বিষয়গুলি কোচের উপর নির্ভর করে, তিনি আমাকে যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই খেলে যাবো। আমরা একটি বড় ক্লাবের হয়ে খেলি, তাই আমরা সর্বদা নিজেদের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাছাড়া সৌদি লিগ এখন বিশ্বের অন্যতম শক্তিশালী লিগ হয়ে উঠেছে, এবং ভবিষ্যতে সৌদি আরবের ফুটবল আরও বেশি করে বিকশিত হতে থাকবে।’