গতবার খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মুম্বাই সিটি এফসির। সেই হতাশা ভুলে এবার জয়ের মধ্য দিয়েই সুপার কাপ শুরু করেছিল রনবীর কাপুরের ফুটবল ক্লাব। প্রথমেই ম্যাচেই তাঁদের লড়াই করতে হয়েছিল স্পোটিং ক্লাব দিল্লির বিপক্ষে। বেশকিছু বছর আগে ইন্ডিয়ান সুপার লিগে দিল্লি ডাইনামোজ প্রতিনিধিত্ব করলেও পরবর্তীতে আর সেটা সম্ভব হয়নি। তারপর থেকেই রাজধানীর বুক থেকে তেমন কোনও ফুটবল দল সুযোগ পায়নি দেশের প্রথম স্তরের লিগে বা কাপ টুর্নামেন্টে। সেই হতাশা কাটিয়ে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা ছিল স্পোর্টিং ক্লাব দিল্লির।
কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল মুম্বাইয়ের কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে দল ধাক্কা খেয়েছিল আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের কাছে। সেই হতাশা কাটিয়ে গ্ৰুপের শেষ ম্যাচ তথা সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে তাঁদের লড়াই করতে হয়েছিল দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে। সেই ম্যাচে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় পেয়েছিল মুম্বাই সিটি। সেই সুবাদে টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গিয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। যা নিয়ে রীতিমতো খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।
কিন্তু সেটা বজায় থাকেনি। গত বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে নেমেছিল মুম্বাই সিটি এফসি। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে পেট্র ক্র্যাটকির ছেলেদের। ছিটকে যেতে হয়েছে সুপার কাপ থেকে। তবে এসবের মাঝেই আকাশ মিশ্রার (Akash Mishra) প্রত্যাবর্তন নিয়ে খুশি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ তথা এফসি গোয়া দলের বর্তমান কোচ মানোলো মার্কেজ। বছর কয়েক আগে এসিএল ইঞ্জুরির কবলে পড়েছিলেন এই ফুটবলার। এক কথায় যা বিরাট বড় ধাক্কা ছিল দলের কাছে। সেখান থেকেই এবার নিজেকে ফিট করে তুলছেন তিনি। সময়ের সাথে সাথেই ফিট হয়ে ফিরে এসেছেন জাতীয় দলে।
গত সেমিফাইনাল ম্যাচের পর তাঁর সঙ্গে একটি ছবি নিজের সোশ্যাল সাইটে আপলোড করে মানোলো লেখেন ‘ ফুটবলে ইনজুরি সবচেয়ে খারাপ। তোমাকে তোমার দলে এবং জাতীয় দলে ফিরে আসতে দেখে খুশি হলাম।’ আসন্ন টুর্নামেন্টে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের।


