Tuesday, October 14, 2025
HomeSports NewsFootballছয় বিদেশি নিয়েই মাঠে নামতে পারবে ক্লাব গুলি, সিদ্ধান্ত ফেডারেশনের

ছয় বিদেশি নিয়েই মাঠে নামতে পারবে ক্লাব গুলি, সিদ্ধান্ত ফেডারেশনের

এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা

দিন দশেক পরেই শুরু হবে সুপার কাপ (AIFF Super Cup 2025)। যার অপেক্ষায় রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সপ্তাহ কয়েক আগেই প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টের গ্ৰুপ বিন্যাস। যেখানে গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানে দুই প্রধান। তথা ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও বাকি দুইটি দলের মধ্যে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি ও আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব রিয়াল কাশ্মীর এফসি। অর্থাৎ গত ডুরান্ড কাপের পর এবার সুপার কাপের (Super Cup 2025) গ্রুপ পর্বে ও এবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের সাক্ষী থাকতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীরা। বহু আগেই স্পষ্ট হয়ে গিয়েছে ম্যাচ ভেন্যু।

Advertisements

কিন্তু এসবের মাঝেই এবার দলের বিদেশি ফুটবলারদের খেলানোর নিয়ম নিয়ে দেখা গিয়েছিল ব্যাপক ধোঁয়াশা।গতবারের নিয়ম অনুযায়ী দেশের এই সর্ববৃহৎ কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের (Super Cup 2025) প্রথম একাদশে মোট ৬ জন বিদেশি ফুটবলারদের খেলানোর কথা উল্লেখ ছিল। সেই সুবিধা কাজে লাগিয়েই নিজেদের মতো করে দল সাজিয়েছিল ক্লাব গুলি। কিন্তু এবারের এই সুপার কাপের (Super Cup 2025) গ্ৰুপ বিন্যাস প্রকাশ করার আগে বিশেষ আবেদন উঠে এসেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের তরফে। সেই অনুযায়ী টুর্নামেন্টের ম্যাচ গুলির ক্ষেত্রে প্রথম একাদশে বিদেশি সংখ্যা কমানোর আর্জি ছিল বাগান ব্রিগেডের।

Advertisements

গত কয়েকদিন আগেই সেই নিয়ে উঠে এসেছিল তথ্য। যেখানে বলা হয়েছিল যে বিদেশি সংখ্যা কমানোর পথেই হয়তো হাঁটতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।সেই অনুযায়ী প্রথম একাদশে ৬ জন বিদেশি ফুটবলারের পরিবর্তে মোট ৪ জন বিদেশি ফুটবলারকে রাখতে পারার কথা উঠে এসেছিল ব্যাপকভাবে। সেক্ষেত্রে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ থাকত ভারতীয় ফুটবলারদের। কিন্তু সেটা আদৌও কতটা কাজে লাগাতে পারেন ফুটবলাররা সেটাই ছিল দেখার। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের বদল আসল বিদেশিদের ক্ষেত্রে। সেই অনুযায়ী আগের মতোই মোট ছয় বিদেশি ফুটবলারদের প্রথম একাদশে রাখতে পারবে ক্লাব গুলি।

গত সিজনে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছিল এফসি গোয়া। সেই সাফল্যের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের। অন্যদিকে, নিজেদের হারানো ছন্দ ফেরাবার পাশাপাশি সুপার কাপের (Super Cup 2025) মধ্য দিয়ে সিজনের প্রথম সর্বভারতীয় ট্রফি ঘরে তুলতে চাইবে মোহন-ইস্ট।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments