গোয়ায় ডঙ্কা বাজছে ‘সুপার যুদ্ধে’র! কোথায় দেখবেন লাইভ কভারেজ?

The AIFF Super Cup 2025-26 kicks off tomorrow in Goa. 16 clubs will compete in the group stage for 4 semi-final spots. Live streaming on JioCinema, Star Sports, Khel, and YouTube. Free entry for spectators at select stands.

গোয়া, ২৪ অক্টোবর: ভারতীয় ফুটবলের আরেকটি বড় আসর শুরু হতে চলেছে গোয়ায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬।  গোয়ার দুই ভেন্যু—ফাতোরদা স্টেডিয়াম এবং বাম্বলিম স্টেডিয়ামে হবে সব ম্যাচ।

Advertisements

প্রতিযোগিতার ফরম্যাট

মোট ১৬টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। গ্রুপ পর্বে মুখোমুখি হবে তারা, আর সেখান থেকে ৪টি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। অর্থাৎ প্রতিটি ম্যাচই হবে সমানে সমান লড়াই।

সরাসরি সম্প্রচার

  • ফাতোরদা স্টেডিয়ামের ম্যাচ দেখা যাবে JioCinema/Hotstar, Star Sports India এবং Khel-এ।

  • বাম্বলিম স্টেডিয়ামের ম্যাচ সরাসরি দেখা যাবে Indian Football-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

দর্শকদের জন্য সুখবর

দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।

  • ফাতোরদায় ইস্ট স্ট্যান্ডে ফ্রি এন্ট্রি

  • বাম্বলিমে ওয়েস্ট স্ট্যান্ডে ফ্রি এন্ট্রি

অর্থাৎ, ফুটবলপ্রেমীরা বিনামূল্যে মাঠে বসে উপভোগ করতে পারবেন সুপার কাপের ম্যাচ।

Advertisements

সুপার কাপের গুরুত্ব

আইএসএল ও আই-লিগের দলগুলির জন্য সুপার কাপ একটি বড় টুর্নামেন্ট। দেশের শীর্ষ দলগুলি নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পায় এখানে। পাশাপাশি নতুন প্রতিভাদেরও উঠে আসার মঞ্চ তৈরি হয়।

উত্তেজনার আবহ

গোয়া ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র। এখানে অনুষ্ঠিত সুপার কাপে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এবারের আসরেও ব্যতিক্রম হবে না বলে আশা করছেন আয়োজকরা। ইতিমধ্যেই ফুটবলপ্রেমীরা টিকিটের খোঁজ করছেন এবং স্টেডিয়াম সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে।

এবারের এআইএফএফ সুপার কাপ ঘিরে উন্মাদনা চরমে। ১৬ দলের মধ্যে কে পাবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা। আগামীকাল থেকে শুরু হবে গোয়ায় ভারতের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।