সবুজ-মেরুনের চিঠির উত্তর দিল ফুটবল ফেডারেশন

Mohun Bagan Kicks Off Training Under Jose Molina Post Durand Cup Win, Aldred and Sahal Steal Spotlight

গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আসলে এবার এএফসির ম্যাচ খেলতে ইরান যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা থেকে পরবর্তীতে সরে আসে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা উঠে এসেছিল বারংবার। তবে এটাই প্রথম নয়, গত বছর ও যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মধ্য প্রাচ্যে দল পাঠায়নি সবুজ-মেরুন। তবে গতবারের তুলনায় এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। যেখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ভালো ভাবে নেয়নি সমর্থকরা। তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা।

Advertisements

যার প্রভাব পড়তে শুরু করে গ্যালারিতে। এবারের আইএফএ শিল্ডের প্রথম থেকেই ম্যাচ বয়কটের দাবি উঠছে শুরু করেছিল সমর্থকদের একাংশের তরফ থেকে। পাশাপাশি মাঠে গিয়ে ম্যানেজমেন্ট এর বিরুদ্ধে রাগ উগরে দিতেও দেখা যায় মোহনবাগানের (Mohun Bagan) বেশ কয়েকটি ফ্যানবেসকে পুরনো রীতি অনুযায়ী চ্যান্ট করার পাশাপাশি প্রতিবাদ মূলক ব্যানার ও লক্ষ্য করা যায় সবুজ-মেরুন গ্যালারিতে। বর্তমানে দল ছন্দে থাকলেও সমর্থকদের ক্ষোভ রয়ে গিয়েছে আগের মতই। আসলে আন্তর্জাতিক মঞ্চে ক্লাবের এমন পরিস্থিতি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ। গত বুধবার দুপুরে লক্ষ্য করা গিয়েছিল সেই একই ছবি।

ম্যানেজমেন্টের সমালোচনা যুক্ত ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠের প্রতিবাদ রত অবস্থায় দেখা গিয়েছিল সমর্থকদের একটা বিরাট অংশকে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে দল ফাইনালে উঠলেও ক্ষোভ রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। সময় এগোনোর সাথে সাথেই অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছিল কিশোর ভারতী চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে দেখা গিয়েছিল পুলিশকে। সেই নিয়ে পরবর্তীতে নিন্দার ঝড় বইতে শুরু করেছিল নেট মাধ্যমে। তারপর গোটা বিষয়টি উল্লেখ করে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) ম্যানেজমেন্ট।

Advertisements

অবশেষে সেই চিঠির উত্তর দিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। যেখানে তুলে ধরা হয়েছে গোটা বিষয়টি। পাশাপাশি আরও বলা হয়েছে ক্ষুব্ধ বাগান সমর্থকদের ছত্রভঙ্গ করার পাশাপাশি দলের সকলের নিরাপত্তার ক্ষেত্রে আইএফএ এর অনুরোধেই সক্রিয়তা দেখিয়েছিল পুলিশ প্রশাসন। পাশাপাশি আগামী দিনে যাতে এমন অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেজন্য টিম বাসের সাথে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার কথা ও উঠে এসেছে।