মঙ্গলবার আইএসএলের ক্লাব গুলির সঙ্গে বৈঠকে বসছে ফেডারেশন

AIFF President Kalyan Chaubey confirms Super Cup to be held on September before ISL or Other League

এখনও গভীর অন্ধকারে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যত।  গত বছর পর্যন্ত স্বগৌরবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজিত হলেও এবার মরসুম শুরু থেকেই দেখা দিয়েছিল না না জটিলতা। গত দশ বছর এফএসডিএল আইএসএলের দায়িত্বে থাকলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। তবে বহু পরিকল্পনা অনুযায়ী গত ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা করার দিনক্ষণ স্থির করা হলেও পরবর্তীতে আরও কিছুদিন তা বাড়ানো হয়। কিন্তু তারপরেও মেলেনি সমাধান। আসলে বিড জমা করতে দেখা যায়নি কোনও সংস্থাকে। এই পরিস্থিতিতে আরও জটিল হয়ে উঠেছে গোটা বিষয়টি।

Advertisements

গতকাল দেশের প্রথম সারির দল গুলির সঙ্গে বৈঠক ডেকেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে আইএসএলের পাশাপাশি আইলিগের দলগুলিকে নিয়ে ও আলোচনায় বসতে চেয়েছিল ফুটবল সংস্থা। কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল খুব কম সংখ্যক ফুটবল দলের কর্নধারদের। তারপর আজ সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীর সঙ্গে আলোচনায় অংশ নেয় দল গুলি। কিন্তু তবুও বেড়িয়ে আসেনি চূড়ান্ত সমাধান সূত্র। সেই নিয়ে যথেষ্ট চিন্তায় দেশের ফুটবলপ্রেমীরা।

   

এবার সমস্যা সমাধানের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনার খসড়া নিয়ে দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, আগামী ১৮ই নভেম্বর প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক ডেকেছে দেশের এই ফুটবল সংস্থা। যেখানে আইএসএল পরিচালনার পাশাপাশি সম্প্রচারের মত বিষয়গুলিকে ও যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। মনে করা হচ্ছে এক্ষেত্রে আগামী ১লা জানুয়ারি ২০২৬ সাল থেকে ৩১ শে মে ২০২৬ সালের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা রয়েছে এআইএফএফ এর।

Advertisements

যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে সুপার কাপ শেষ হওয়ার পর বেশ কিছু সপ্তাহের ব্যবধানে শুরু হতে দেখা যেতে পারে প্রথম ডিভিশন ফুটবল লিগ। এখন সেই অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।