আইএসএলের আয়োজনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তোলপাড় ফুটবল মহল। এক্ষেত্রে বারংবার প্রশ্নের মুখে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF এর ভূমিকা। চলতি বছরেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। তারপর থেকে কার হাতে থাকবে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের ব্যাটন সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এসবের মাঝেই দেখা দিয়েছিল আরেক সমস্যা। সংবিধান সংশোধনের বিষয়টি বারংবার উঠে আসলেও তা স্পষ্ট হয়নি।
যারফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় দলগুলির খেলতে যাওয়ার ক্ষেত্রেও দেখা দিত ব্যাপক জটিলতা। এই পরিস্থিতিতে সংবিধান সংশোধনের কথা আরও জোড়ালো হয়ে ওঠে। অবশেষে সেই নিয়েই বিবৃতি জারি করেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিছুক্ষণ আগেই তাঁদের সোশ্যাল সাইটে বলা হয় ‘ ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ১৫ অক্টোবর, ২০২৫ তারিখের আদেশ অনুসারে, সংবিধানের ২৫.৩ (c) এবং (d) অনুচ্ছেদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। ফলস্বরূপ, সংবিধান এখন ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশাবলী এবং বিচারপতি (অবসরপ্রাপ্ত) এল নাগেশ্বর রাওয়ের সুপারিশকৃত কাঠামো অনুসারে। এর ফলে, ২০১৭ সাল থেকে বিচারাধীন একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হল।’
আরও জানানো হয়, ‘ এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করার জন্য যাদের সময়, প্রচেষ্টা এবং সহযোগিতা অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে, তাদের সকল অংশীদার এবং অবদানকারীদের প্রতি এআইএফএফ আন্তরিক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। ফিফা এবং এএফসি এর আইন অনুসারে, এআইএফএফ ভারত জুড়ে ফুটবলের বিকাশ, পরিচালনা এবং প্রচারের জন্য তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’
