এক নতুন দিগন্তে পদার্পণ করল ভারতীয় মহিলা ফুটবল। এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি’ অভিযানের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল (East Bengal) দেখাল শক্তির পরিচয়। চীনের উহানের হ্যাঙ্কো কালচারাল স্পোর্টস সেন্টারে ইরানের চ্যাম্পিয়ন দল বাম খাতুন এফসিকে ৩–১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করল অ্যান্থনি অ্যান্ড্রুজের শিষ্যরা।
ঝড়ো শুরুতে শিলকির গোল, বাড়ল আত্মবিশ্বাস
ম্যাচের শুরুতেই আক্রমণের ঝাঁপ। মাত্র চতুর্থ মিনিটে দু’দফা ব্লক হওয়া ফাজিলা ইকওয়াপুটের শটের রিবাউন্ডে বল পেয়ে শিলকি হেমাম অসাধারণ এক নিম্ন শটে বল জড়ান প্রতিপক্ষের জালে। দ্রুত গোল পেয়ে ম্যাচের ছন্দ পুরোপুরি নিজেদের দখলে আনে পূর্ব বাংলা।
ইরানি দল বাম খাতুন দূরপাল্লার শটে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও সারা দিদার ও ফাতেমা গেরাইলির প্রচেষ্টা রক্ষণভাগের দৃঢ়তার সামনে তেমন ফল আনতে পারেনি।
বর্ষসেরা কোচের সম্মানে সম্মানিত হয়ে আবেগপ্রবণ বিনো
চমৎকার বিল্ড-আপে দ্বিতীয় গোল
৩২ মিনিটে দেখা যায় ম্যাচের অন্যতম সেরা মুভ। আমনা নবাবির নিখুঁত থ্রু-বলে দারুণ নিয়ন্ত্রণে এগিয়ে যান ফাজিলা ইকওয়াপুট, এরপর নিখুঁত ফিনিশ। ২–০ লিডে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লাল-হলুদ ব্রিগেড। মাত্র তিন মিনিট পর সৌম্যা গুগুলোথের পাসে রেস্টি নানজিরির শট গোলমুখে উঠেনি, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত।
প্রথমার্ধের ঠিক আগে জ্যোতি চৌহানের হ্যান্ডবলে পেনাল্টি পায় বাম খাতুন। মোনা হামুদি ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান কমান ২–১। বিরতির পর ইরানি দল চাপ বাড়ায়। পাসান্দিদেহর দূরপাল্লার শট ও গেরাইলির ফ্রি-কিক বিপদ তৈরি করলেও গোলমুখে সতর্ক ছিলেন গোলরক্ষক পান্থোই চানু। অন্যদিকে ইকওয়াপুটের শট পোস্টে লেগে ফিরে আসে ৭৯ মিনিটে। ৮৪ মিনিটে আবারও তার শট বাঁচান ইরানি গোলরক্ষক রাহা ইয়াজদানি।
জার্মান কিংবদন্তির থেকে পুরস্কার গ্রহণ লাল-হলুদ ফুটবলারদের
৮৭ মিনিটে দূরপাল্লা থেকে অবিশ্বাস্য এক কার্ভিং শটে গোল করেন রেস্টি নানজিরি। বল বাঁক নিয়ে ইয়াজদানির নাগালের বাইরে জালে জড়িয়ে দেয় ৩–১ ব্যবধান। এদিন জয়ের ফলে গ্রুপ বি’তে দুর্দান্ত শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা মশাল ব্রিগেড। আগামী ২০ নভেম্বর তারা মুখোমুখি হবে স্বাগতিক চীনা শক্তিশালী দল উহান জিয়াংদার, এরপর ২৪ নভেম্বর উজবেকিস্তানের নাসাফ। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে, আর সেরা দুই তৃতীয় স্থানের দলও পাবে শেষ আটে ওঠার টিকিট।
FT | A perfect start to our Group Stage campaign 💪🔴🟡#JoyEastBengal #AWCL #MoshalGirlsInAsia pic.twitter.com/eVOX7KcSi7
— East Bengal FC (@eastbengal_fc) November 17, 2025

