HomeSports NewsFootballআলজাওরার বিপক্ষে লড়াই করেও হার এফসি গোয়ার

আলজাওরার বিপক্ষে লড়াই করেও হার এফসি গোয়ার

- Advertisement -

এএফসি চ্যাম্পিয়নস লিগে (AFC Champions League) এখনও জয়ের মুখ দেখেনি এফসি গোয়া। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে গ্ৰুপ পর্বের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কেজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ইরাকের শক্তিশালী ফুটবল ক্লাব আলজাওরা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয় ভারতের এই ফুটবল দলকে। আলজাওরার হয়ে এদিন গোল করেন যথাক্রমে কাদিম রাদ এবং হাসান আব্দুল করিম। এছাড়াও একটি আত্মঘাতী গোল এসেছিল ধুরঘাম ইসমাইলের পা থেকে।

যারফলে মাঝে সমতায় ও ফিরেছিল ইকের গ্যারেক্সোনারা। কিন্তু তবুও পয়েন্ট ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি তাঁদের পক্ষে। উল্লেখ্য, প্রতিপক্ষ দলের কাছে প্রথম লেগের ম্যাচে ও পরাজিত হতে হয়েছিল গোয়া শিবিরকে। স্বাভাবিকভাবেই আজ বদলার ম্যাচ ছিল বোরহা হেরেরাদের। কিন্তু আধিপত্য বিস্তার করা একেবারেই সম্ভব হয়নি। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় কাদিমের করা গোলে এগিয়ে গিয়েছিল আলজাওরা। বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে এসেও সেই গোল শোধ করা সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইরাকের এই দলটি।

   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ কিছুটা ভয়ডরহীন ফুটবল খেলতে দেখা গিয়েছিল এফসি গোয়াকে। প্রতিপক্ষের ডিফেন্সে বারংবার চাপ ও সৃষ্টি করেছিল আইএসএলের এই দলটি। যার ফলস্বরূপ ৫১ মিনিটের মাথায় আত্মঘাতী গোল হয়ে যায় ডিফেন্ডার ইসমাইলের পা থেকে। সেই গোলের দরুন ম্যাচে ফিরে আসলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আসলে প্রথমার্ধেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আয়ূষ ছেত্রীকে। যারফলে দশজনে লড়াই করার কঠিন চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল মানোলোর ছেলেদের কাছে।

পঞ্চম কোয়ার্টারে ফের গোল হজম করতেই অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল গোয়া। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই জয় ছিনিয়ে নেয় আলজাওরা। এই জয়ের সুবাদে ইস্তেকালোল দলকে পিছনে ফেলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল আলজাওরা।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular