এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions) টুর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২২ অক্টোবর ম্যাচটি গোয়াতে অনুষ্ঠিত হবে। এফসি গোয়ার (FC Goa) এটি হোম ম্যাচ। গোয়ার টিম ম্যানেজমেন্ট ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধও করা হয়েছিল আল নাসেরকে। যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন। কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর। যার ফলে ভারতের মাটিতে রোনাল্ডোকে দেখার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। তবে রোনাল্ডো না এলেও সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকা এসেছেন।
ফুটবলে নয়া দিগন্ত! তরুণদের জন্য জুভেন্টাসের ট্রেনিং ক্যাম্প ভারতে
এএফসিচ্যাম্পিয়ন্স লিগ টুতে এফসি গোয়া বনাম আল-নাসের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৭:১৫ মিনিটে এবং অনুষ্ঠিত হবে ফাতোর্দার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, গোয়া।
এই ম্যাচের জন্য ভারতীয় টেলিভিশনে কোনো সম্প্রচার থাকবে না। তবে, যারা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ দেখতে চান, তারা FanCode অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
ম্যাচের সময়: রাত ৭:১৫
স্থান: জওহরলাল নেহেরু স্টেডিয়াম, ফাতোর্দা, গোয়া
তারিখ: ২২ অক্টোবর, ২০২৫
Update on gates opening for tomorrow’s ACL 2 game vs Al Nassr FC pic.twitter.com/sRD9ihGWbs
— FC Goa (@FCGoaOfficial) October 21, 2025