Football Transfer: দল ছাড়ছেন রাহুল কেপি? নজর একাধিক ক্লাবের

নতুন মরসুমের জন্য মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব। তাঁর নির্দেশ মেনেই দল বদলের (Football Transfer) বাজার থেকে খেলোয়াড়দের সই করিয়েছে ম্যানেজমেন্ট।…

Rahul KP

নতুন মরসুমের জন্য মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব। তাঁর নির্দেশ মেনেই দল বদলের (Football Transfer) বাজার থেকে খেলোয়াড়দের সই করিয়েছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে এই সুইডিশ কোচের তত্ত্বাবধানে থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেখানকার ইসান পাতায়া থেকে শুরু করে রাতচাবুরি এফসির মতো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ও খেলেছে কেরালা ব্লাস্টার্স।

   

পরবর্তীতে দেশে ফিরে ডুরান্ড কাপ অভিযান শুরু করে দল। যেখানে প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। তবে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির কাছে আটকে যেতে হলেও সেখান থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কেরালা। কিন্তু এসবের মাঝেই গত কয়েক সপ্তাহ ধরে উঠে আসছে এক ফুটবলারের কথা। বিশেষ সূত্র মারফত খবর, নয়া সিজনে কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছেন অন্যতম ভরসাযোগ্য ফুটবলার রাহুল কেপি।

হিসেবে অনুযায়ী আগামী বছর পর্যন্ত ক্লাবের চুক্তিবদ্ধ রয়েছেন এই ভারতীয় তারকা। তবে ট্রান্সফার ফি দিয়ে আক্রমণভাগের এই ফুটবলারকে পেতে চাইছে আইএসএলের একাধিক ক্লাব। কিন্তু নয়া মরসুমে আদৌ তাঁকে অন্য ক্লাবে পাঠানো হবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু।

যতদূর জানা গিয়েছে, রাহুল কেপির জন্য প্রথম থেকেই আগ্ৰহ প্রকাশ করে আসছে চেন্নাইয়িন এফসি। সেইমতো কথাবার্তা ও নাকি এগোতে থাকে অনেকটা দূর। কিন্তু পরবর্তীতে সেই নিয়ে আর উঠে আসেনি তেমন কিছু।

বর্তমানে যা খবর এই রাইট উইঙ্গারকে পাওয়ার জন্য আগ্ৰহ প্রকাশ করেছে বেঙ্গালুরু এফসি। এছাড়াও বিভিন্ন মাধ্যমের তরফে ইস্টবেঙ্গল আগ্ৰহ প্রকাশের কথা শোনা গেলেও সেই সংক্রান্ত কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি।