Tuesday, November 25, 2025
HomeSports Newsমোহনবাগান ছাড়ছেন ক্লিফোর্ড মিরান্ডা, কোথায় যাবেন?

মোহনবাগান ছাড়ছেন ক্লিফোর্ড মিরান্ডা, কোথায় যাবেন?

Advertisements

গত বছর ব্যাপক দক্ষতার সাথে ওডিশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিলেন ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা (Clifford Miranda)। যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের। পরবর্তীতে অর্থাৎ এবারের এই মরশুমের শুরুতে তাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল।

   

যা অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল মেরিনার্সদের‌। তৎকালীন বাগান কোচ হুয়ান ফেরেন্দোর সহকারী হিসেবে যথেষ্ট ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।‌ মরশুমের শুরুতে দল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় করে ডুরান্ড কাপ।

পরবর্তীতে সেই ছন্দ বজায় রেখেই আইএসএল শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে প্রথম লেগের শেষেই ছন্দ হারায় দল। একের পর এক হেভিওয়েট দলের কাছে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছিল তাদের। দলের এমন পরিস্থিতিতে ফেরেন্দোকে বিদায় জানায় বাগান ম্যানেজমেন্ট।

Advertisements

সেই সময় থেকে শুরু করে কলিঙ্গ সুপার কাপে মিরান্ডার তত্ত্বাবধানে মাঠে লড়াই করে সবুজ-মেরুন ব্রিগেড। পরবর্তীতে দলের হাল ধরেন স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাস। তারপর ফের বাগান কোচের ভারতীয় সহকারী হিসেবে থেকে যান তিনি। কিন্তু নতুন মরশুমে আর থাকা হচ্ছে না মোহনবাগান দলে।

ঘন্টাকয়েক আগে একাধিক সূত্র মারফত উঠে এসেছে ঠিক এমনই তথ্য। শোনা যাচ্ছে, আই লিগের একাধিক ফুটবল ক্লাবের তরফ থেকে প্রস্তাব এসেছে মিরান্ডার কাছে। যারফলে, মোহনবাগান দলের সহকারী কোচের ভূমিকা ছেড়ে এবার আইলিগে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments