East Bengal Archives: ইস্টবেঙ্গল আর্কাইভে ফুটবল ব্রিগেড

East Bengal Archives

মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র টিমের খেলোয়াড় ইভান গঞ্জালেস, কিরিয়াকু, ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলেক্স লিমা, হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং কোচিং স্টাফেরা ক্লাবের নব নির্মিত আর্কাইভে ( East Bengal Archives) এসেছিলেন। দলের গৌরবোজ্জ্বল ইতিহাস এই আর্কাইভে স্থান পেয়েছে।সম্প্রতি এই আর্কাইভের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

East Bengal Archives

   

গত রবিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে সুমিত পাসির আত্মঘাতী গোল ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ০-১ গোলে ATK মোহনবাগানের কাছে হেরে যায় স্টিফেন কনস্ট্যানটাইনের ইমামি ইস্টবেঙ্গল। আই লিগ,দুই মরসুমের আইএসএল এবং ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ-মেরুন।
গত সোমবার ইমামি ইস্টবেঙ্গল টুইট করে,””📸 from yesterday’s #KolkataDerby 🔴🟡
ফিরব আমরা রাজার মতো! ✊

Advertisements

East Bengal Archives

#JoyEastBengal #EmamiEastBengal #DurandCup” টানা ৬ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন ব্রিগেডের কাছে হেরেছে পদ্মা পাড়ের ক্লাব।ক্লাবে আই লীগ, ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল), ডুরান্ড কাপ ঢোকেনি দীর্ঘদিন হল। ট্রফিলেস ইস্টবেঙ্গল এই তকমা কিছুতেই ঘুচছে না। লাল হলুদ সমর্থকদের মধ্যে হতাশা আর ক্ষোভ বেড়েই চলেছে।এমন আবহে চলতি ডুরান্ড কাপে অঙ্কিত যাদব,ভিপি সুহের,নাওরেম মহেশ সিংরা কতটা শক্তিশালী হয়ে ৩ সেপ্টেম্বর, মুম্বই এফসির বিরুদ্ধে রাজার মতো ফিরে আসে তার দিকেই চোখ থাকবে দেশের ফুটবল মহলের।a