ফ্লোরেন্ট ওগিয়ারকে দলে নিতে মরিয়া আইএসএলের একাধিক দল

অভূতপূর্ব পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী…

Florent Ogier Likely to Leave Mohammedan SC as ISL Clubs Show Interest

অভূতপূর্ব পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। তারপর টুর্নামেন্টের প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে হারিয়ে আসে জয়। সেই নিয়ে কার্যত খুশির আবহ দেখা দিয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। কিন্তু সেটা ধরা সম্ভব হয়নি সামাদ আলি মল্লিকদের। পরবর্তী ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। তারপর থেকে একের পর এক ম্যাচ খেলে ও জয়ের সরণিতে আসতে পারেনি সাদা-কালো শিবির।

সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল অ্যালেক্সিস গোমেজদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বড় ব্যবধানেই পরাজিত হয় মহামেডান। তারপর সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। শেষ পর্যন্ত অনবদ্য পারফরম্যান্স করে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এবারের টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে মহামেডান। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তাঁর উপরেই দেখা দিয়েছিল ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা।

   

এই সমস্ত কিছু ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেই। যারফলে এবার ট্রফি হীন হিসেবেই সিজন শেষ করেছে রেড রোডের এই ফুটবল ক্লাব। সেইসাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে পারে ব্ল্যাক প্যান্থার্সরা। এক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। বর্তমানে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে তারকা ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ারের (Florent Ogier) নাম।

গত অক্টোবরের শুরুতেই এই ফরাসি ডিফেন্ডারকে দলে টেনেছিল মহামেডান। চোট সমস্যাটা কাটিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। খুব একটা সাফল্য পাননি। আগামী মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ময়দানের এই প্রধানের। সেই দিকে নজর রেখেই নতুন সিজনে তাঁকে দলে নিতে মরিয়া ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত আদৌ কোথায় যোগদান করেন এই ফুটবলার এখন সেটাই দেখার বিষয়।