ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে প্রকাশ্যে চ্যালেঞ্জ আর্কাদাগের কোচের

বুধবার ইস্টবেঙ্গল (East Bengal FC) আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে খেলতে নামছে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League)। এর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আর্কাদাগের প্রধান কোচ…

বুধবার ইস্টবেঙ্গল (East Bengal FC) আর্কাদাগের (FK Arkadag) বিরুদ্ধে খেলতে নামছে এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League)। এর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আর্কাদাগের প্রধান কোচ ডোভলেটমিরাত আন্নায়েভ এবং খেলোয়াড় আলতিমিরাত আন্নাদুর্দীযেভ ইস্টবেঙ্গলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আর্কাদাগের কোচকে ইস্টবেঙ্গল ম্যাচ প্রসঙ্গে তিনি কথা বলেন।

তাকে জিজ্ঞাসা করা হয় ইস্টবেঙ্গল এই মরসুমে অনেক ম্যাচ খেলেছে, এ বিষয়ে তিনি কি মনে করছেন?
তিনি বলেন,”আমারা প্রস্তুতি ভালো করেছি, আগামীকাল খেলব”।

   

এরপর ইস্টবেঙ্গল ফুটবলারদের বিপক্ষে ধারণা সম্পর্কে তিনি বলেন তাদের তেমন কিছু নেই ।

তুর্কমেনিস্তানের দল হওয়ায় আবহাওয়া একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,”আবহাওয়া তেমন কোন প্রভাব পড়বে না”

এখন ফলাফলের দিকেই নজর থাকবে আপামর ফুটবলপ্রেমীর।