এশিয়া কাপের ইতিহাসে প্রথম! বোধনের দিনেই ভারত-পাক মহারণ

এশিয়া কাপে (Asia Cup Final) সেরা হওয়ার লড়াইয়ে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সামনে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। আর ফাইনালে প্রথমবারের মতো…

 India vs Pakistan in Asia Cup Final

এশিয়া কাপে (Asia Cup Final) সেরা হওয়ার লড়াইয়ে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সামনে সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। আর ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India Cricket News)। ৪১ বছরের টুর্নামেন্টে এই নজিরবিহীন ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। আগেই দুই পর্বে পাকিস্তানকে হারিয়েছে ভারত। এবার লক্ষ্য হ্যাটট্রিক জয় ও নবম ট্রফি ঘরে তোলা (Bengali Sports News)।

Advertisements

টুর্নামেন্টের শুরু থেকেই ভারতীয় দল ছিল ফেভারিট। তিনটি গ্রুপ ম্যাচে তিনটিতে জয়। সুপার ফোরেও একই ধারাবাহিকতা। দুরন্ত ছন্দে অপরাজিত অবস্থায় ফাইনালে পা রেখেছে টিম ইন্ডিয়া। দলের পারফরম্যান্সে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট হলেও কিছু দিক চিন্তার বিষয় থেকে গিয়েছে।

   

সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন ব্যাটিং নিয়ে। অভিষেক শর্মাকে বাদ দিয়ে কেউই এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেননি। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাট একেবারে নীরব। এশিয়া কাপেও সেই চিত্রের বিশেষ পরিবর্তন হয়নি। যদিও নেতৃত্বে তাঁর উপস্থিতি প্রশংসার দাবি রাখে, তবুও ব্যাট হাতে তাঁর অবদান প্রয়োজন ফাইনালের মতো হাই-প্রেশার ম্যাচে।

বোলিং বিভাগেও কিছু সমস্যা চোখে পড়েছে। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলানো দুটি ম্যাচে ভারতের বোলিং ইউনিট সেভাবে কার্যকর হয়নি। ওমান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে রান আটকাতে হিমশিম খেতে হয় বোলারদের। ফাইনালের মতো বড় মঞ্চে এই ধরণের ঘাটতি বিপদ ডেকে আনতে পারে।

অন্যদিকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে হারলেও বাকি সব ম্যাচে জয়ের মুখ দেখেছে। বিশেষ করে সুপার ফোরে শ্রীলঙ্কাকে ও বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর সলমন আঘার দল। ভারতের বিপক্ষে হারের পর নতুন রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে পাকিস্তান। ফাইনালে তাদের লক্ষ্য স্পষ্ট, ভারতের জয়রথ থামিয়ে প্রথমবারের মতো এই শতকের দ্বিতীয় এশিয়া কাপ জয়।

এই ম্যাচ শুধুমাত্র ফাইনাল নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মান-অভিমানের লড়াইও বটে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল। অতএব, আবেগ, চাপ, হিসেবের খেলা—সবকিছুর কেন্দ্রবিন্দু এই এক ম্যাচ।

 India vs Pakistan in Asia Cup Final