শেষ হল পথ চলা। ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ইভান গঞ্জালেজের (Ivan Gonzalez)। বুধবার একটি ভিডিও পোস্ট করে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন ইভান নিজে। খারাপ সময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ইস্টবেঙ্গল ক্লাব থেকে ইভান গঞ্জালেজের বিদায় হওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও ক্লাবের বা ফুটবলারের পক্ষ থেকে চূড়ান্ত কিছু না জানানোর ফলে সমর্থকদের মনে প্রশ্ন রয়ে গিয়েছিল। সমস্ত জল্পনার অবসান করলেন ইভান নিজে। এক ভিডিও বার্তার মাধ্যমে জানালেন ক্লাব থেকে তার প্রস্থান সংবাদ। ভিডিও বার্তায় স্প্যানিশ ডিফেন্ডার জানিয়েছেন, ইস্টবেঙ্গলের ক্লাবে তার পথ চলা শেষ হয়েছে।
https://twitter.com/IvanGGonzalezz/status/1696820944734409038?t=fHYvO5i-u2aoEm1-XKrpUA&s=08
গত মরসুমে এক প্রকার সাড়া ফেলে ইভান গঞ্জালেজকে দলে এনেছিল ইস্টবেঙ্গল। এফসি গোয়ায় দুরন্ত পারফরম্যান্স করার পর কলকাতায় পা রেখেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। লাল হলুদ সমর্থকদের মধ্যেও তাকে নিয়ে তুঙ্গে উঠেছিল প্রত্যাশা। যে কোনো কারণেই হোক সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি ইন্ডিয়ান সুপার লীগে খেলা অন্যতম সফল এই সেন্টার ব্যাক। লাল হলুদ জার্সি পরে ক্রমে পড়তে শুরু করেছিল তার ফর্ম। শেষে জায়গা হয়েছিল মাঠের বাইরে।
নতুন মরসুমে অফ ফর্মে থাকা ইভানকে ইস্টবেঙ্গল ধরে রাখবে কি না সে ব্যাপারে চলছিল জল্পনা। ক্লাব সমর্থকদের একাংশ তাকে নিয়ে ছিলেন দ্বিধা বিভক্ত। পরে দুই বিদেশি ডিফেন্ডারকে নিশ্চিত করার পর ইভানের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকের ভিডিও বার্তা নিরসন করল সমস্ত জল্পনা।
