Ashutosh Mehta: জামশেদপুরে যোগ দিয়ে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন আশুতোষ

নতুন মরসুমের জন্য খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। তাঁর নির্দেশ মেনেই দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি তারকাদের সই করিয়েছে ম্যানেজমেন্ট। যা…

Ashutosh Mehta say about joining the Jamshedpur FC

নতুন মরসুমের জন্য খালিদ জামিলের উপরেই ভরসা রেখেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। তাঁর নির্দেশ মেনেই দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি তারকাদের সই করিয়েছে ম্যানেজমেন্ট। যা অনেকটাই শক্তিশালী করবে এই ফুটবল দলকে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে আশুতোষ মেহতার (Ashutosh Mehta) নাম। শনিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ভারতীয় রাইট ব্যাকের যোগদানের কথা ঘোষণা করে‌ জামশেদপুর (Jamshedpur FC)।

তাঁর উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের রক্ষণভাগে। একটা সময় মুম্বাই এফসি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন আশুতোষ মেহতা (Ashutosh Mehta) । পরবর্তীতে পুনে সিটির হয়ে প্রথমবারের মতো আইএসএল খেলতে আসেন এই ডিফেন্ডার। তারপর মুম্বাই সিটি এফসি সহ আইএসএলের একাধিক ক্লাবের জার্সিতে নিজের জাত চিনিয়ে ছিলেন এই তিনি। গত ২০২২ সালে এটিকে মোহনবাগান দলের জার্সিতে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন সুরাটের এই ফুটবলার।

   

কিন্তু পরবর্তীতে বিবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তিনি। যারফলে‌ নিষেধাজ্ঞা ও জারি করা হয় এই ফুটবলারের উপর। সেই সমস্যা কাটিয়ে উঠে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এই ভারতীয় ডিফেন্ডারের। জামশেদপুর এফসির (Jamshedpur FC) সঙ্গে যুক্ত হয়ে আশুতোষ মেহতা (Ashutosh Mehta) বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য আমি ক্লাবের কাছে কৃতজ্ঞ। নিজের সমস্ত শক্তি দিয়ে আমি এই বিশ্বাসের প্রতিদান দেব। আমি এখানে এসেছি সবার মন জয় করতে এবং ঝাড়খণ্ডের ভক্তদের গর্বিত করতে।’

তাঁর যোগদানের প্রসঙ্গে কোচ খালিদ জামিল বলেন, ‘এই বছরটি তাঁর জন্য যথেষ্ট কঠিন হবে। কারণ আবার নিজেকে প্রমান করতে হবে। নিজের পজিশনে সে যথেষ্ট অভিজ্ঞ একজন ফুটবলার। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের দলের জন্য যথেষ্ট মূল্যবান হতে চলেছে। বিভিন্ন পরিস্থিতিতে সাফল্য পেতে আমাদের খেলায় তাঁর অভিজ্ঞতার প্রয়োজন।’