কত নম্বর জার্সিতে ডুরান্ড কাপে খেলতে পারেন হেক্টর ইউস্তে? জানুন

আগস্ট মাসের শুরুতেই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী এবার লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে (Héctor Yuste)। গত…

Héctor Yuste Can Wear in the Durand Cup

আগস্ট মাসের শুরুতেই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী এবার লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে (Héctor Yuste)। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। কিন্তু নয়া মরসুমে আর তাঁকে দলে রাখেনি পড়শী ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই আইএসএলের এই চেনা মুখকে দলে টেনেছে লাল-হলুদ ব্রিগেড।

   

এখনো পর্যন্ত তাঁর ভিসা কনফার্ম না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই মিটে যাবে সেই সমস্যা। তারপর অনায়াসেই শহরে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।‌ তাঁর মাঝেই উঠে আসলো এক নয়া তথ্য। জানা গিয়েছে, এই ডুরান্ড কাপের জন্য হেক্টর ইউস্তের নাম রেজিস্টার করিয়েছেন ইস্টবেঙ্গল।

তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন ডার্বি ম্যাচের আগেই হয়তো শহরে এসে পড়বেন এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে। কিন্তু কত নম্বর জার্সি পড়ে খেলতে পারেন এই তারকা? বিশেষ সূত্র মারফত খবর ‘৪৪’ নম্বর জার্সিতেই মাঠে দেখা যেতে পারে হেক্টর ইউস্তেকে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

উল্লেখ্য, গত ফুটবল মরসুমে এই জার্সিতেই নিজের জাত চিনিয়ে ছিলেন অজি ডিফেন্ডার জর্ডান এলসে। তাঁর অনবদ্য পারফরম্যান্সের ফলে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ রক্ষা না হলেও জর্ডানের পারফরম্যান্স মন জয় করে নিয়েছিল সকলের। এবার কী জর্ডানের সঠিক বিকল্প হয়ে উঠবেন হেক্টর? উত্তরের অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা।