Russia : রাশিয়ান আক্রমণে নিহত ২ ফুটবলার

Russia-Ukraine Crisis

রাশিয়া (Russia) ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল ফুটবল দুনিয়ায়। আহত হলেন দুই ফুটবলার। ইউক্রেন যুব বায়ালথন দলে খেলা ইয়েভেন ম্যালিশভ সামরিক দায়িত্ব পালনের সময় মৃত্যু বরণ করে নিয়েছেন তিনি। বিষয়টি মঙ্গলবার ফিফপ্রোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে। 

ফিফপ্রো পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, যে দুই ফুটবলার নিহত হয়েছেন তাঁদের দুজনের বয়সই কম। একজনের বয়স ২১। ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুব দলে খেলা ভিতালি সাপিলো কিয়েভের যুদ্ধে প্রয়াত হয়েছে। 

   

Russia

অপর ফুটবলারের বয়স ২৫। দিমিত্রো মার্তিনেঙ্কো একজন অপেশাদার ফুটবলার হিসেবে পরিচিতি। খেলতেন স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে। তিনি রাশিয়ার ছোঁড়া বোমার আঘাতে মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। বাড়ির কাছেই পড়েছিল বোমা। ঘটনায় মার্তিনেঙ্কো ও তাঁর মা নিহত হয়েছেন। 

Russia

সামাজিক মাধ্যমে ফিফপ্রো জানিয়েছে, ‘ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশে রয়েছি আমরা। এই যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাঁদের আত্মা শান্তিতে থাকুক।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন