Arsène Wenger: অক্টোবরে দেশে আসছেন ওয়েঙ্গার, কী পরিকল্পনা নিয়েছেন তিনি?

Arsene Wenger

আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি অধ্যায় হল আর্সেন ওয়েঙ্গার (FIFA’s Chief Arsène Wenger)। বিশেষ করে আর্সেনালের সমর্থকদের কাছে অন্যতম প্রিয় এই ফরাসি কোচ। আছ থেকে কিছু বছর আগেও ইংল্যান্ডের এই ফুটবল দলের বহু উত্থান-পতনের সাক্ষী ছিলেন তিনি।

তবে সময় পাল্টেছে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের দায়িত্ব ছেড়ে বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান দায়িত্বে রয়েছেন তিনি। গত বেশকয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছিল যে এবার নাকি উদীয়মান ফুটবল তারকাদের খুঁজতে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছেন তিনি। যা নিঃসন্দেহে বিরাট খবর দেশের ফুটবলপ্রেমী মানুষদের জন্য। অবশেষে ঠিক হল দিনক্ষণ। যতদূর জানা গিয়েছে, আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শহরে আসতে চলেছেন এই ফুটবল ব্যক্তিত্ব।

   

পূর্বে একাধিকবার তাকে আনার প্রচেষ্টা করেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে প্রত্যেকবারই কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছিল। তবে এবার অনেকটাই চূড়ান্ত হয়ে গিয়েছে সমস্ত কিছু। বিশেষ সূত্র মারফত খবর, তার আসার আগেই ফিফা ও এআইএফএফের যৌথ উদ্যোগে একটি বিশেষ ফুটবল অ্যাকাডেমি খোলা হতে চলেছে দেশের ছেলে ও মেয়েদের জন্য। যেটি উন্মোচিত হবে আর্সেন ওয়েঙ্গারের হাত ধরে। এই ইস্যু নিয়েই আজ অস্ট্রেলিয়ায় বিশ্ব ফুটবল সংস্থার আধিকারিকদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ও ফুটবল সচিব সাঁঝি প্রভাকরন।

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এআইএফএফ সভাপতি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভারতবর্ষ এবার বিশ্ব ফুটবল সংস্থার সঙ্গে যৌথভাবে একটি সেন্ট্রালাইজড অ্যাকাডেমি আনতে চলেছে। যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। যার বিশেষ অভিজ্ঞতা আগামী দিনে ভারতীয় ফুটবলে যথেষ্ট সাফল্য এনে দেবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন