FIFA World Cup : ভারতে ফের বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর

মাস ছয়েকের অপেক্ষা (FIFA World Cup)। ভারতে ফের বসবে ফিফা বিশ্বকাপের আসর। আসন্ন মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের (FIFA U-17 Women’s World Cup) আয়োজক হিসেবে বুধবার…

মাস ছয়েকের অপেক্ষা (FIFA World Cup)। ভারতে ফের বসবে ফিফা বিশ্বকাপের আসর। আসন্ন মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের (FIFA U-17 Women’s World Cup) আয়োজক হিসেবে বুধবার চূড়ান্ত হয়েছে ভারতের (India)  নাম।

বিশ্বকাপের আগে জুরিখে ২৪ জুন হবে ড্র। তারপর স্পট বোঝা যাবে কোন দল খেলবে কাদের বিরুদ্ধে। ভারতের তিনটি মাঠ পছন্দ হয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থার। গোয়া (Goa), নবি মুম্বাই (Navi Mumbai) এবং ভুবনেশ্বরে (Bhubaneswar) হবে ম্যাচ।

   

ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়াম, নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম এবং গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বল গড়াবে। মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে আসন্ন বিশ্বকাপে।

ভারত ছাড়াও ব্রাজিল, চিলি, চিন, কলম্বিয়া, জাপান, নিউজিল্যান্ড ২৪ জুন ড্র-এর দিন আলাদা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনা অতিমারির কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ার পর প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্যোগ নিয়েছিল ফিফা। সংস্থার প্রতিনিধিরা দেখে গিয়েছিলেন ভারতের স্টেডিয়াম। পর্যবেক্ষণের পর চূড়ান্ত করা হয়েছে ভ্যেনু।

ফিফার উইমেন্স ফুটবলারের প্রধান কর্তা জানিয়েছেন, ‘ফিফার প্রতিনিধিদের ভারত যাত্রার পর এটি একটি উল্লেযোগ্য পদক্ষেপ। প্রতিযোগিতা শুরু করার দিকে আমরা আরও একধাপ অগ্রসর হলাম। সর্বভারতীয় ফুটবল নিয়ামক নিয়ামক সংস্থা এবং স্থানীয় নিয়ামক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই। অতিমারির মতো কঠিন পরিস্থিতিতেও ওনারা আমাদের পাশে ছিলেন।’