FIFA World Cup Qualifier: আর্জেন্টিনা-ব্রাজিল খেলায় ভক্ত-যুদ্ধে মারাকানায় রক্তারক্তি

Calcutta Football League

বিশ্বের অন্যতম আইকনিক মারাকানা স্টেডিয়ামে ভক্তদের যুদ্ধ। রক্তারক্তি কান্ড। স্টেডিয়ামের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাজিলে জারি সতর্কতা। বিশ্বকাপ কোয়ালিফাই (FIFA World Cup Qualifier) ম্যাচে দুই বিশ্ব সেরা দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের আগে থেকে সংঘর্ষ শুরু হয়। একাধিক জখম। খেলায় ব্রাজিল হেরেছে।

খেলার আগেই ভিড় থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।ব্রাজিল এবং লিওনেল মেসির আর্জেন্টিনার মধ্যে বহুল প্রত্যাশিত খেলা শুরু হতে বিলম্ব হয়। মারাকানা স্টেডিয়ামে ভক্তদের শান্ত করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় লিওনেল মেসিকে তার আর্জেন্টিনা সতীর্থদের সাথে মাঠের বাইরে যেতে হয়।

   

বিবিসি জানাতে, ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে বহুল প্রত্যাশিত ফিফা বিশ্বকাপ 2026 বাছাইপর্ব শুরু হওয়ার কয়েক মিনিট আগে স্টেডিয়াম ছিল সংঘর্ষে গরম। দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর সময় আর্জেন্টিনা সমর্থকদের একটি অংশ এবং ব্রাজিলের দর্শকদের মারামারি শুরু করে। প্রচণ্ড হাতাহাতি হয়। ব্রাজিলিয়ান পুলিশের দিকে কয়েকজন তেড়ে যায়। লাঠি চার্জ করে পুলিশ। 

সংঘর্ষের কাকণে 30 মিনিট বিলম্ব হয় ম্যাচের। আতঙ্কে থাকা কয়েকজন পালাতে থাকে। একজনের মাথা থেকে রক্তক্ষরণ হয়ে স্টেডিয়াম বন্ধ হয়ে যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন