গত কয়েক বছরে এশিয়ার বিভিন্ন দেশ গুলো বিশ্ব ফুটবলের (FIFA World Cup Qatar 2022) মঞ্চে নিজেদের দাপটের পরিচয় দিয়েছে। তারা যে ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে তার ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে। এই প্রথম বার ফুটবল বিশ্বকাপের আসরে এশিয়ার থেকে অংশগ্রহণ করবে এশিয়ার ছয় দেশ। এর আগে ফুটবল বিশ্বকাপের আসরে এমনটা কখনও দেখা যায়নি।
আগেই ইরান,সাউথ কোরিয়া,সৌদি আরব এবং জাপান কাতার বিশ্বকাপের মূলপর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছিল। সদ্য পেরু’কে হারিয়ে জায়গা করে নিয়েছিল অস্ট্রেলিয়া এবং আয়োজক দেশ হিসেবে কাতার থাকছেই।
২০০২ সালে জাপান এবং সাউথ কোরিয়া জুড়ে বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর,এরপর ফের দ্বিতীয় বারের মতো ২০২২ সালে কোনও এশিয়ার দেশ হিসেবে কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো।
২০০২ সালের বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স দিয়েছিল সাউথ কোরিয়া। গ্রুপ পর্বে পর্তুগাল,শেষ ষোলোয় ইতালি,শেষ আটে স্পেন’কে হারিয়ে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল তারা,এবং সেই ম্যাচ হারলেও এশিয়ার মুখ উজ্জ্বল করেছিল এমন দুর্দান্ত পারফরম্যান্সে।
পরবর্তী সময়ে ২০১০ সালের বিশ্বকাপের নক আউটে পৌঁছে গেছিলো জাপান এবং সাউথ কোরিয়া। এরপর ২০১৪’র রাশিয়ার বিশ্বকাপে’ও শেষ ষোলোতে পৌঁছে গেছিলো সাউথ কোরিয়া। সব মিলিয়ে এবার কাতার বিশ্বকাপে এশিয়ার দেশ গুলো এবার কি করে দেখায় এখন সেটাই দেখার বিষয়।