বছর ঘুরলেই ফিফা ফুটবল বিশ্বকাপ। যার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সর্বাধিক বিশ্বসেরা দল ব্রাজিল থেকে শুরু করে গতবারের বিজয়ী আর্জেন্টিনা হোক কিংবা ইউরোপের দেশ শক্তিশালী ফ্রান্স, জার্মানি, পর্তুগাল। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে সকলেই। তবে খুব একটা পিছিয়ে নেই জাপান ও ইরানের মতো এশিয়ার দেশগুলি। সীমিত শক্তি নিয়েই লড়াই চালিয়ে তাক লাগিয়ে দিতে চাইবে সকলে। যা দেখার জন্য মুখিয়ে ফুটবলপ্রেমীরা। তার আগেই এবার প্রকাশিত হল ফিফা ফুটবল বিশ্বকাপের ম্যাসকট। উল্লেখ্য, এবারের ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে মোট তিনটি দেশে।
যার মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। স্বাভাবিকভাবেই এবার দেখা গেল মোট তিনটি ম্যাসকটকে। যাদের মধ্যে রয়েছে ঈগল, মুস ও জাগুয়ার। এবারের এই বিশ্বকাপে তাঁদের নামকরণ করা হয়েছে যথাক্রমে ক্লাচ, ম্যাপেল ও জায়ু। গত কয়েক ঘন্টা আগেই ফিফা ওয়ার্ল্ড কাপের সোশ্যাল সাইটে সেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটি। যেখানে গোলরক্ষক হিসেবে দেখানো হয়েছে ম্যাপলকে, স্ট্রাইকার হিসেবে দেখানো হয়েছে জায়ুকে এবং মিডফিল্ডার হিসেবে দেখানো হয়েছে ক্লাচকে। ইতিমধ্যেই যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
জানা গিয়েছে এক্ষেত্রে আমেরিকার প্রতিনিধি হিসেবে রয়েছে ক্লাচ ঈগলকে। ক্রীড়া মহলে ক্লাচ হিসেবে মনে করা হয় এমন এক ব্যক্তিত্বকে যিনি উপযুক্ত সময় সঠিক পদক্ষেপ নিয়ে থাকেন কিংবা অনবদ্য পারফরম্যান্স করে থাকেন। এবার সেটিকে উপযুক্ত মনে করা হয়েছে। এই নামের মধ্যে দিয়ে আমেরিকার দৃঢ় সংকল্প এবং খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশাপাশি কানাডার প্রতিনিধি হিসেবে থাকছে ম্যাপেল। এর মধ্য দিয়ে কানাডার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি সরাসরি ম্যাপল পাতা থেকে নেওয়া হয়েছে। যেটি কানাডায় ব্যাপক পরিচিত।
একইভাবে মেক্সিকোর প্রতিনিধি হিসেবে রয়েছে জায়ু। এর মধ্যে দিয়ে আনন্দের পাশাপাশি ঐক্যের বার্তা উঠে আসে। যদি শুধুমাত্র সেই দেশের নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষদের আবেগ ও উচ্ছ্বাসকে প্রতিফলিত করে।
View this post on Instagram
❓ FAQs
Q1. FIFA World Cup 2026 কোথায় অনুষ্ঠিত হবে?
👉 যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে।
Q2. এবারের বিশ্বকাপের Mascot কতগুলো?
👉 মোট তিনটি—Clutch (Eagle), Maple (Moose) এবং Jayou (Jaguar)।
Q3. Mascot Clutch কী বোঝায়?
👉 এটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, যা দৃঢ় সংকল্প, শক্তি ও সঠিক সময়ে পদক্ষেপ নেওয়ার প্রতীক।
Q4. Mascot Maple কী প্রতীকী অর্থ বহন করে?
👉 এটি কানাডার প্রতিনিধি, Maple পাতার অনুপ্রেরণায় তৈরি, দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
Q5. Mascot Jayou কী বোঝায়?
👉 এটি মেক্সিকোর প্রতিনিধি, Jaguar দ্বারা অনুপ্রাণিত। আনন্দ, ঐক্য ও বৈশ্বিক ক্রীড়াপ্রেমীদের আবেগের প্রতিফলন।
Q6. FIFA কবে এবং কোথায় Mascot প্রকাশ করেছে?
👉 ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিফার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Mascot-গুলো উন্মোচিত হয়েছে।
🔑 FIFA 2026 mascots, FIFA World Cup mascots 2026 meaning, Clutch Maple Jayou FIFA mascot, USA Canada Mexico FIFA World Cup 2026

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
