Santosh Trophy: সন্তোষ ট্রফির ফাইনালে আসছেন ফিফা সুপ্রিমো

Gianni Infantino

এবারের সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি বাংলা ফুটবল দল। টুর্নামেন্ট শুরুর আগে বহু আশা আকাঙ্খা নিয়ে ভবানীপুর দলের কোচ রঞ্জন চৌধুরীকে দলের দায়িত্ব দেওয়া হলেও এবার তিনি চরম নিরাশ করলেন সকলকে। একটা সময় তার হাত ধরে টুর্নামেন্ট ফাইনাল খেললেও এবার একেবারেই ভরাডুবি হয় বাংলা ফুটবল দলের।

Advertisements

এবারের এই ফুটবল টুর্নামেন্টের শুরুতে ওডিশা দলের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে আটকে যেতে হয় শঙ্করদের। অমীমাংসিত ভাবে শেষ হয় সেই ম্যাচ। তারপর হরিয়ানা দলের বিপক্ষে ও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দ্বীপ, শুভরা। এরফলে, ভালো শুরু করেও অনেকটাই ব্যাকফুটে চলে আসা বাংলা দল। এই পরিস্থিতিতে বাকি দুই ম্যাচে যেকোনো ভাবে জয় পেতে হত রঞ্জন চৌধুরীর ছেলেদের।

কিন্তু শেষ রক্ষা হয়নি। পাঞ্জাব দলের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হতেই শেষ হয়ে যায় সমস্ত কিছু। বলতে গেলে এই প্রথমবার এই পর্যায় থেকে ছিটকে যেতে হল বাংলার ফুটবল দলকে। যা নিয়ে চূড়ান্ত অখুশি সকলেই। পরবর্তীতে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তৎপরতায় দায়িত্ব থেকে সরানো হয় দলের কোচ রঞ্জন চৌধুরীকে। এই প্রসঙ্গে এক কর্তার বক্তব্য, রঞ্জন চৌধুরীর উপর আমাদের তরফ থেকে ভরসা করা হয়েছিল। কিন্তু তিনি তার লক্ষ্য পূরনে ব্যর্থ থেকেছেন।

Advertisements

এসবের মাঝেই সুখবর, এবার সন্তোষ ট্রফির ফাইনালে উপস্থিত থাকছেন ফিফা সুপ্রিমো জিয়ান্নি ইনফান্তিনো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সেইসাথে এবার থেকে এই টুর্নামেন্টে পরিচিত হবে ফিফা সন্তোষ ট্রফি নামে। যা নিয়ে উৎসাহী সকলেই।