বাকি রয়েছে আর একটা দিন। তারপরেই তাজিকিস্তানের বিপক্ষে নেশনস কাপের (CAFA Nations Cup 2025) প্রথম ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্সরা। সপ্তাহ কয়েক আগেই সেইমতো নিজেদের স্কোয়াড ঘোষণা করে অনুশীলন শুরু করে দিয়েছিলেন খালিদ জামিল। এছাড়াও আগামী মাসের মাঝামাঝি সময় এএফসির টুর্নামেন্টে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। তাছাড়া এখনও পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট হয়নি দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের সম্পূর্ণ সূচি। গত সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বৈঠকে যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে সমাধান সূত্র বেড়িয়ে আসার পরিস্থিতি দেখা দেওয়ায় কিছুটা স্বস্তি পেতে শুরু করেছিল দেশের ফুটবলপ্রেমীরা।
Also Read | এই অসমীয়া উইঙ্গারকে নিতে আগ্রহী আইএসএল জয়ী এক ফুটবল ক্লাব
কিন্তু এবার ফের দেখা দিল বিপত্তি। এই নিয়ে দ্বিতীয়বার ফিফার (FIFA) ব্যানের হুঁশিয়ারি পেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই এই নিয়ে ফিফা এবং এএফসির তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে এআইএফএফকে। যা নিঃসন্দেহে বিরাট চিন্তার বিষয় সকলের কাছেই। উল্লেখ্য, বহু আগে থেকেই সংবিধান সংশোধনের কথা জানানো হয়ে আসছিল দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থাকে। কিন্তু সেই নির্দেশ পালনে কার্যত উদাসীনতা দেখা দিয়েছিল ব্যাপকভাবে। যারফলেই হয়তো এবার এমন পরিস্থিতি।
Also Read | জাতীয় দলের প্রসঙ্গে কী বললেন দেবাশিস দত্ত? জানুন
যারফলে আগামী অক্টোবর মাসের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। তারমধ্যে পরিস্থিতির উন্নতি না ঘটলে ফিফা ব্যানের আওতায় আসতে পারে ভারত। এক্ষেত্রে ফিফার পাশাপাশি এএফসির কথা ও উল্লেখ করা হয়েছে সেই বিশেষ চিঠিতে। যেখানে উভয়ের নিয়মকানুন মাথায় রেখেই সংবিধান সংশোধনের বিষয়টি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও বিপাকে ভারতীয় ফুটবল সংস্থা। পূর্বে গত ২০২২ সালে এই ব্যাণের খাঁড়া নেমে এসেছিল ভারতীয় ফুটবল মহলে। সেবার নির্বাসন তোলার জন্য তড়িঘড়ি করে গঠন করা হয়েছিল একটি বিশেষ কমিটি।
যেখানে সভাপতি পদে আসীন হয়েছিলেন কল্যাণ চৌবে। সেবার জানা গিয়েছিল সংবিধান সংশোধন করে পুনরায় নির্বাচনের কথা। এই নিয়ে দীর্ঘদিন মামলা ও চলেছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এবার ফের দেখা দিল সেই একই সমস্যা।