ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC) জাতীয় ট্রান্সফারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা (FIFA) । এবার সেক্ষত্রে ফিফার নির্দেশে স্বস্তি পেতে চলেছে মুম্বাই সিটি। জানা গিয়েছে, মুম্বাই সিটির (Mumbai City FC) উপর থেকে ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা (FIFA)।
আরও পড়ুন : রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন সৌরভ থেকে সকল ক্রীড়াজগতের
ফুটবলার নিবন্ধন সংক্ৰান্ত বিষয়ে কয়েক দিন আগেই মুম্বাই সিটি এফসিকে জাতীয় ট্রান্সফারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। এই বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মুম্বাই সিটি এফসি-এর উপর অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফিফার শৃঙ্খলা কমিটির নির্দেশের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দল কোনো নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না।
বৃহস্পতিবার জানা গিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটির দ্বারা আরোপিত খেলোয়াড়দের নিবন্ধনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গতবারের ইন্ডিয়ান সুপার লিগের জয়ী দল মুম্বাই সিটি এফসির-উপর থেকে। পাশাপাশি জানানো হয়েছে নিবন্ধন নিষেধাজ্ঞার বিষয়টি একটি ব্রাজিলিয়ান ক্লাবের সংহতি প্রদানের সাথে সম্পর্কিত ছিল, যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয়েছিল।
FIFA has lifted Mumbai City’s ban on the registration of players, imposed by its disciplinary committee. The registration ban was related to a solidarity payment to a Brazilian club, which was resolved in quick time. #IndianFootball #ISL #Transfers
— Marcus Mergulhao (@MarcusMergulhao) October 10, 2024
মুম্বাই সিটি অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, ২০১৯ সালে কর্ণাটক স্পোর্টিং অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলা চলাকালীন একজন সহকারী ম্যাচ রেফারির সাথে অভদ্র ব্যবহারে জন্য মুম্বাই সিটি এফসির অনূর্ধ্ব ১৮ দলকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল।