ফের ফিরলো ভারতীয় ফুটবলের কালো দিন (FIFA ban India)। এতোদিন ধরে বিষয়টা আলোচনা স্তরে থাকলেও মঙ্গলবার মধ্যরাতে চরম সিদ্ধান্ত নিলো ফিফা, সর্বভারতীয় ফুটবল সংস্থা’র উপর নিষেধাজ্ঞা জারি করে।
একটি ইমেইল করে ফিফার তরফে ভারত’কে নির্বাসিত করার খবর জানানো হয়েছে।এর ফলে চলতি বছরে ভারতে যে অনূর্ধ – ১৭ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার কথা ছিলো তা আপাতত বাতিল হলো।
ফিফার তরফে জারি করা সেই বিবৃতি অনুযায়ী ,ভারতীয় ফুটবলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়টি ভালো ভাবে নেয়েনি এআইএফএফ।এই কারণেই ফিফা কাউন্সিল সর্ব ভারতীয় ফুটবল সংস্থা’কে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়।ফিফার ধারনা ফুটবল জগতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মানে হলো তাদের’ই ভাবমূর্তি’তে আঘাত করা।অর্উ যতোদিন না অবধি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি গোটা বিষয়ের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে পাচ্ছেন ততদিন নির্বাসন জারি থাকবে।
আগামী ১১ ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ -১৭ দলের বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিলো, কিন্তু নিষেধাজ্ঞা জারি থাকায় আপাতত সেটা বাতিল হলো,তবে ভারত দ্রুত সমস্যার সমাধান করবে, সেই বিষয় আশাবাদী ফিফা।