যেন পাড়ার ফুটবলের রেফারিং! ভারতের ন্যায্য গোল বাতিল দেখে তাজ্জব ফুটবল প্রেমীরা

ফিফার (FIFA) ব্যাজধারী রেফারির এ কেমন সিদ্ধান্ত! মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচের(India vs. Malaysia Match) পর বিস্ময় প্রকাশ করছেন ফুটবল প্রেমীরা। চাঙতের পা থেকে বল গোল…

FIFA Badge Referee

short-samachar

ফিফার (FIFA) ব্যাজধারী রেফারির এ কেমন সিদ্ধান্ত! মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচের(India vs. Malaysia Match) পর বিস্ময় প্রকাশ করছেন ফুটবল প্রেমীরা। চাঙতের পা থেকে বল গোল লাইন অতিক্রম করার পরেও তা বাতিল করেছেন রেফারি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ভারত।
কিছু ক্ষেত্র বাদ দিলে ভারতের সম্প্রতি ফর্ম মোটের ওপর আশাপ্রদ।

   

মারদেকা কাপে টিম ইন্ডিয়াকে নিয়ে আশাবাদী ছিলেন ভারতীয় ফুটবল প্রেমীরা। মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের জেতার মতো যথেষ্ট রসদ ছিল। শেষ পর্যন্ত মালয়েশিয়ার পক্ষে স্কোরলাইন ৪-২। ন্যায্য গোল বাতিল হলে অন্য রকম হতে পারতো স্কোরলাইন।

ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্পষ্ট যে বল গোল লাইন অতিক্রম করেছিল। ম্যাচের স্কোরলাইন তখন ৩-২। এক গোলে পিছিয়ে ছিল ভারত। এই গোলটি পেয়ে গেলে খেলোয়াড়রা আরও উজ্জীবিত হতে পারতেন। কিন্তু রেফারির এই একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বলে অনেকে মনে করছেন।

আন্তর্জাতিক মানের রেফারির কাছ থেকে এহেন সিদ্ধান্ত কেউই আশা করেন না। কেউ কেউ বলতে শুরু করেছেন কলকাতা ফুটবল লীগ, ইন্ডিয়ান সুপার লীগের কথা। এবারের মরসুমে ভারতীয় ফুটবল মহল একাধিক বিতর্কিত রেফারিংয়ের সাক্ষী থেকেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হল না।