জুনে বিশেষ ট্রান্সফার উইন্ডো! ফিফা বিবৃতির পর তোলপাড় আন্তর্জাতিক ফুটবলে

FIFA announces special transfer window for all 32 Club of FIFA Club World Cup

আন্তর্জাতিক ফুটবল (Football) নিয়ামক সংস্থা ফিফা (FIFA) ঘোষণা করেছে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপকে (FIFA Club World Cup) সামনে রেখে এক বিশেষ ট্রান্সফার উইন্ডো (Transfer Window) চালু করা হবে। আগামী ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত এই ব্যতিক্রমী রেজিস্ট্রেশন সময়সীমা কার্যকর থাকবে, যাতে ৩২টি অংশগ্রহণকারী ক্লাব নতুন খেলোয়াড় সাইন করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই যুগান্তকারী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০টি সদস্য রাষ্ট্র নিশ্চিত করেছে যে, তারা ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ রেজিস্ট্রেশন উইন্ডো চালু করবে, যাতে তাদের ক্লাবগুলো নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে পারে।”

   

এই সিদ্ধান্ত মূলত ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ জন্য প্রণীত নতুন বিধিমালার আওতায় গৃহীত হয়েছে, যা ২০২৪ সালের অক্টোবর মাসে ফিফা কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়। এই বিধিমালাগুলো আন্তর্জাতিক ক্লাব ফুটবলের মরসুম ভিত্তিক ভিন্নতা ও রেজিস্ট্রেশন সময়সীমার ফারাক দূর করে সব ক্লাবের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায়।

নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তির সুযোগ

বিশেষ ট্রান্সফার উইন্ডোর পাশাপাশি একটি সীমিত সময়ের “ইন-কম্পিটিশন ট্রান্সফার উইন্ডো” চালু করা হয়েছে, যা ২৭ জুন থেকে ৩ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়কালে ক্লাবগুলো নির্দিষ্ট সীমার মধ্যে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। তবে এই সুযোগ পাওয়ার জন্য অবশ্যই ক্লাবের স্বাভাবিক রেজিস্ট্রেশন উইন্ডো তখন খোলা থাকতে হবে।

ফিফা আরও জানিয়েছে, “যেসব খেলোয়াড়ের চুক্তি এই সময়ে শেষ হতে যাচ্ছে, তাদের উপযুক্ত সমাধান খুঁজে খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে করে প্রতিযোগিতায় সর্বোচ্চ মানের খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করা যাবে।”

অংশগ্রহণকারী দেশ ও ক্লাবসমূহ

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের ছয়টি মহাদেশের ৩২ এলিট ক্লাব। অংশগ্রহণকারী দেশের তালিকায় রয়েছে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, মরক্কো, নিউজিল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, স্পেন, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

এই দেশগুলোর জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনসমূহ ফিফার নির্দেশনা অনুযায়ী তাদের অন্তর্ভুক্ত ক্লাবগুলোর জন্য বিশেষ রেজিস্ট্রেশন উইন্ডো চালু করেছে।

প্রতিযোগিতার সূচি ও ভেন্যু

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। প্রতিযোগিতার ৬৩টি ম্যাচ ছড়িয়ে থাকবে ১১টি শহরে: আটলান্টা, শার্লট, সিনসিনাটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, ন্যাশভিল, নিউ ইয়র্ক-নিউ জার্সি, অরল্যান্ডো, ফিলাডেলফিয়া, সিয়াটল এবং ওয়াশিংটন, ডিসি।

এই প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ এত বড় পরিসরে এবং এত বেশি সংখ্যক ক্লাব নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় এবং অন্তর্ভুক্তিমূলক ক্লাব ফুটবল প্রতিযোগিতায় পরিণত করেছে।

ফিফার আশা, এই নতুন রেজিস্ট্রেশন ব্যবস্থাগুলো ক্লাবগুলোকে আরও প্রতিযোগিতামূলক দল গঠন করতে সাহায্য করবে এবং বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা পাবে এক আকর্ষণীয় ও মানসম্পন্ন প্রতিযোগিতা উপভোগ করার সুযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleআহমেদাবাদে গুজরাটের বিরুদ্ধে লখনউয়ের সম্মানরক্ষার লড়াই
Next articleএটি ভারতের প্রথম যুদ্ধবিমান! ১৯৭১ সালের যুদ্ধে প্রদর্শন হয় এর দক্ষতা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।