Iran football: চার দশক পর ফুটবল বিপ্লব ইরানে, জানুন বিস্তারিত

Female spectators returned to Iran football fields

দীর্ঘ চার দশক পর অবশেষে ফুটবল বিপ্লব ইরানে (Iran football)। একপ্রকার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে নতি স্বীকার করলো ইরান।

Advertisements

সম্প্রতি ইরানের তেহরানের আজাদী স্টেডিয়ামে দুই স্থানীয় ফুটবল ক্লাব ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান মুখোমুখি হয়েছিল,আর এই ম‍্যাচের মধ্যে দিয়ে মহিলা দর্শক ফিরে এলো ইরানের মাঠে।

মোট ৫০০ জন মহিলা ফুটবল সমর্থক এই ম‍্যাচ দেখার সুযোগ পেয়েছিল এই ম‍্যাচ।দীর্ঘ ৪০ বছর বাদে ঘরোয়া ফুটবলের ম‍্যাচে মহিলা দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করলেন।তাদের খেলা দেখার জন্য আলাদা ব‍্যবস্থা করা হয়েছিল গ‍্যালারি’তে।

Advertisements

এর আগে ইরানের স্টেডিয়ামে মহিলাদের প্রবেশ নিষেধ ছিলো। এক্ষেত্রে আইনত কোনও নিয়ম ছিলো না,একপ্রকার অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিলো বলা চলে।