Qatar World Cup: ইতিহাস সৃষ্টি করে কাতার বিশ্বকাপের আসরে মহিলা রেফারি

female referee will officiate the World Cup in Qatar

ইতিহাস সৃষ্টি হতে চলেছে ২০২২ এর কাতার বিশ্বকাপে (Qatar World Cup), ফুটবল বিশ্বকাপের এতো গুলো বছরের ইতিহাসে এই প্রথম বার পুরুষদের বিশ্বকাপ ম‍্যাচ পরিচালনার দায়িত্ব পেতে চলেছে মহিলা রেফারি। সদ‍্য ফিফার তরফ থেকে তিনজন মহিলা রেফারি ও তিনজন মহিলা সহকারী রেফারির নাম ঘোষণা করা হয়েছিলো।

Advertisements

female referee will officiate the World Cup in Qatar

সবমিলিয়ে ১২৯ জন ম‍্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা, তার মধ্যে রয়েছে ছয় জন মহিলা অফিশিয়ালের নাম।নিঃসন্দেহে এবার বিপ্লব দেখা যেতে চলেছে ফুটবল মাঠে।

Advertisements

<

p style=”text-align: justify;”>মধ‍্যপ্রাচ‍্যের বিভিন্ন দেশ গুলো’র মধ্যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও নারীদের স্বাধীনতার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন চলে আসছে,কাতার’ও সেই দেশ গুলো’র মধ্যে পড়ে।যদিও কাতার সরকারের ত‍রফে আশ্বস্ত করা হয়েছে দেশের সকল পুরুষতান্ত্রিক নিয়ম,দেশের সংবিধান বা আইনকে কখনও প্রভাবিত করবেনা।