আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে নিজেদের মতো করে দল সাজাতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। এক্ষেত্রে অনেক আগে থেকেই দলবদলের বাজারে সক্রিয় হয়ে উঠেছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া (FC Goa)। তবে প্রবীর দাস থেকে শুরু করে রয়কৃষ্ণাদের মতো তারকাদের আগেই ছেড়ে দিয়েছিল সাইমনের দল।
যার ফলে, নতুন করে দল গঠনের কাজ চালাচ্ছে আইএসএল জয়ী এই দল। অপরদিকে এডু বেদিয়া থেকে শুরু করে হার্নান সান্তানার মতো তারকাদের কে কিছুদিন আগেই রিলিজ দিয়েছিল এফসি গোয়া। যারফলে, প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কাদের কে সামনে রেখে প্রথম একাদশ সাজাবে এই দল।
তবে গত কয়েকদিন আগেই সকলকে চমকে দিয়ে সন্দেশ ঝিঙ্গানকে দলে টেনে নিয়েছে গোয়া। শেষ মরশুমে বেঙ্গালুরু দলের জার্সিতে আইএসএল ফাইনালের পাশাপাশি সুপার কাপ খেলেছিলেন দেশের এই ভরসাযোগ্য ডিফেন্ডার। তবে এবার আগামী কয়েক মরশুমের জন্য তাকে দলে টেনে নিয়েছে এফসি গোয়া দল।
তার আগমনে গোয়া দলের ডিফেন্স যে অনেক মজবুত হবে তা কিন্তু বলাই চলে। তবে সেখানেই শেষ নয়। এবার বিদেশি নির্বাচন করার ক্ষেত্রে ও যথেষ্ট দক্ষতার পরিচয় দিল গোয়া। এবার নাকি বিদেশি মিডফিল্ডারদের পাশাপাশি আক্রমণভাগে ঝড় তুলতে বিদেশি ফুটবলারদের উপরেই ভরসা রাখছে এফসি গোয়া।
বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন ফুটবল মরশুমের জন্য নাকি এবার অজি ফুটবলারদের উপর বেশি নজর দেওয়া হচ্ছে তাদের তরফে। যার মধ্যে দলে আসার দৌড়ে নাকি অনেকটাই এগিয়ে রয়েছেন পাওলো রেট্রে (Paulo Retre)। যতদূর জানা যাচ্ছে আসন্ন দুই ফুটবল মরশুমের জন্য এই ফুটবলার কে সই করাতে চাইছে গোয়া। তাই সব ঠিক থাকলে গত মরশুম পর্যন্ত সিডনি এফসিতে খেলার পর এবার ভারতে আসতে পারেন পাওলো।