ইস্তিকলোলের কাছে হার, দেজানের গোলেও বাঁচল না এফসি গোয়া

fc-goa-vs-istiklol-defeat-afc-campaign-end

হার দিয়েই এবারের এএফসির টুর্নামেন্ট শেষ করল এফসি গোয়া (FC Goa)। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ অর্থাৎ জওহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কেজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল এফসি ইস্তিকলোল। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হল এবারের সুপার কাপ জয়ীরা। এদিন ইস্তিকলোলের হয়ে গোল করে যান যথাক্রমে পল সেউন কোমোলাফে, এবং আমিরবেক জুরাবোয়েভ।

Advertisements

অন্যদিকে, এফসি গোয়ার হয়ে একটি মাত্র গোল করেন দেজান দ্রাজিক। যদিও সেটা কাজে আসেনি। যারফলে শেষ পর্যন্ত ছয় ম্যাচ খেলে খালি হাতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে শেষ করল ভারতের এই ফুটবল দল। ৬ ম‌্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকল প্রতিপক্ষ দল। গোল পার্থক্যে তাঁরা পিছিয়ে থাকল আল-জাওরার থেকে। যদিও এদিন ম্যাচের শুরুটি ছিল একেবারেই অন্যরকম। ম্যাচের ৮ মিনিটের মাথায় দেজান ড্রাজিচের গোলে এগিয়ে গিয়েছিল টানা দুইবারের সুপার কাপ জয়ীরা‌। যারফলে অনেকেই মনে করেছিল যে অ্যাওয়ে ম্যাচে পরাজিত হতে হলেও এবার হয়তো আসবে জয়।

   

প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল গোয়া ব্রিগেড। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠেছিল তাজিকিস্তানের এই ফুটবল দল। ৫৩ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান সেউন কোমোলাফে। তারপর ঠিক তিন মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিয়েছিল ইস্তিকলোল। সেখান থেকেই দলকে এগিয়ে দেন জুরাবোয়েভ। তারপর পঞ্চম কোয়ার্টার লাল কার্ড দেখেছিলেন প্রতিপক্ষ দলের এক ফুটবলার। যারফলে দশজনে হয়ে গিয়েছিল বিদেশের এই দলটি। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরতে পারেনি গোয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements