HomeSports Newsএএফসির চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করল গোয়া

এএফসির চ্যাম্পিয়নশিপের জন্য স্কোয়াড ঘোষণা করল গোয়া

- Advertisement -

সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল এফসি গোয়া (FC Goa )। কলিঙ্গের বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এই খেতাব জয় করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। সেই সুবাদে এই নয়া সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ এএফসির টুর্নামেন্টে অংশ নেবে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা হতে চলেছে সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখেই গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্টের। আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য ছিল গোয়া শিবিরের।

সেজন্য একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল আইএসএলের এই শক্তিশালী ফুটবল দলের। পরবর্তীতে তাঁদের অধিকাংশকেই চূড়ান্ত করেছে মানোলো মার্কুয়েজের দল। এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দল অংশগ্রহণ না করলেও এবারের আন্তর্জাতিক টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি তাঁদের দিকেই নজর থাকবে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ই আগস্ট অর্থাৎ আগামী বুধবার সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিট নাগাদ এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে এফসি গোয়া।

   

সেইমতো এবার নিজেদের স্কোয়াড ঘোষণা করল আইএসএলের এই শক্তিশালী দল। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন হৃতিক তিওয়ারি, লারা শর্মা এবং বব জ্যাকসন। ডিফেন্ডার হিসেবে থাকছেন আকাশ সাংওয়ান, সনাতোম্বা সিং, সন্দেশ ঝিংগান, পল মোরেনো, নিম দর্জি তামাং, রনি উইলসন,সেরিটন ফার্নান্দেস এবং বরিস সিং। মাঝমাঠের দায়িত্বে থাকছেন যথাক্রমে সাহিল তাভোরা, মুহাম্মদ নেমিল, ব্রিসন ফার্নান্দেস, হর্ষ পাত্রে, প্রচিত গাঁওকর,উদান্ত সিং, ডেভিড তিমুর, মোহাম্মদ ইয়াসির, আয়ুষ ছেত্রী, দেজান ড্রাজিক এবং বোর্জা হেরেরা।

পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন জাভিয়ের সিভেরিও, এলান সাজি, ইকার গুয়ারোটক্সেনা। উল্লেখ্য, গত মরসুমে জামশেদপুর এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল জাভিয়ের সিভেরিও টোরোর। তা নজরে রেখেই এবার তাঁকে দলে টেনেছে গোয়া শিবির। নিজেকে এই নতুন দলে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular