গাছিবাউলিতে বাজিমাত মানোলোর, ফের পরাজিত হায়দরাবাদ

জয়ের ধারা বজায় রাখল এফসি গোয়া (FC Goa)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে দশম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের…

FC Goa vs Hyderabad FC

জয়ের ধারা বজায় রাখল এফসি গোয়া (FC Goa)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় গাছিবাউলি স্টেডিয়ামে দশম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় নিশ্চিত করে গোয়ার এই ফুটবল ক্লাব। দলের হয়ে গোল করেন যথাক্রমে উদান্তা সিং এবং ইকের গ্যারেক্সোনা। তাঁদের গোলেই এদিন তিন পয়েন্ট নিশ্চিত করে নিজামের শহর ছাড়ল গোয়া শিবির।

Also Read | Mohammedan SC : পাঞ্জাব ম্যাচের আগে কীসের ইঙ্গিত মহামেডানর!  

   

এদিন হায়দরাবাদের হোম ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল সাই গডার্ডরা। ম্যাচের প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারে ও যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল দলকে। কিন্তু সঠিকভাবে সেটা কাজে লাগানো সম্ভব হয়নি। বারংবার তাঁদের আটকে যেতে হচ্ছিল সন্দেশ ঝিঙ্গানদের জমাটবাঁধা ডিফেন্সে। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি গোয়া ব্রিগেড। প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারে প্রায় ৩৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে প্রথমবারের মতো বল জড়িয়ে আসেন উদান্তা সিং।

Also Read |  মুম্বাই ম্যাচের আগে মাথায় হাত লোবেরার, পাল্টা ‘আত্মবিশ্বাসী’ পিটার ক্র্যাটকি 

এই ভারতীয় মিডফিল্ডারের করা গোলে এগিয়ে যায় এফসি গোয়া। তারপর একেবারে শেষের দিকে গোল করে ব্যবধান বাড়িয়ে যান ইকের গ্যারেক্সোনা। যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে এফসি গোয়া। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ক্রমশ চাপ বাড়াতে শুরু করে সিংটোর ছেলেরা। ব্যবধান কমানোর বেশ কয়েকবার সুযোগ চলে আসলেও সেটা কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে। একইভাবে ব্যবধানে বাড়াতে মরিয়া ছিল আর্মান্দো সাদিকুরা।

Also Read |  বিরাট ধাক্কা ওডিশার, ছিটকে গেলেন রয়কৃষ্ণা 

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত দুইটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত হয়ে যায় জয় গুপ্তাদের। আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে শক্তিশালী এফসি গোয়া।