সিরিয়ার তারকা ফুটবলারকে দলে নিল FC Goa

সিরিয়ার জাতীয় দলের ফুটবলার ফারেস আরনাউতকে (Fares Arnaout) একবছরের চুক্তিতে দলে নিলো FC Goa। বছর ২৫ এর এই ফুটবলার গত মরশুমে বাহারিনের ক্লাব আল-মুহারকে খেলেছিলেন। এই সই করার ফলে এশিয়ান কোটার ফুটবলারের চুক্তি সম্পন্ন করে ফেললো গোয়া।

Advertisements

এর আগে সিরিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। গতবার নবম স্থানে শেষ করেছিল গোয়া,আশা রাখা যায় আরনাউতের অভিজ্ঞতা আগামী মরশুমে ভালো কিছু করার পথ দেখাবে সংশ্লিষ্ট ক্লাব’কে।

Advertisements

গত মরশুমে বাহারিনে ক্লাবের হয়ে এফসি কাপে একটি গোল’ও করেছিলেন আরনাউত।এবার দেখার বিষয় হতে চলেছে ঠিক কিভাবে গোয়ার কোচ কার্লোস পেনা তাকে ব‍্যবহার করেন।গত মরশুম ডুরান্ড কাপ জিতে শুরু’টা দুর্দান্ত ভাবে করলেও, পরবর্তী সময়ে সেই খেলা ধরে রাখতে পারেনি গোয়া। প্রকৃত গোল স্কোরারের অভাবে ভুগেছে এই দল।