Tuesday, October 14, 2025
HomeSports Newsখেলতে পারবেন না দুই তারকা, কোন ছকে লাল-হলুদ বধের পরিকল্পনা মানোলোর?

খেলতে পারবেন না দুই তারকা, কোন ছকে লাল-হলুদ বধের পরিকল্পনা মানোলোর?

হাতে মাত্র কিছুটা সময়। তারপরেই গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএলের ম্যাচ খেলবে এফসি গোয়া (FC Goa)। ঘরের মাঠেই তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে। বলাবাহুল্য, এই ফুটবল লিগের প্রথম লেগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বড় ব্যবধানে ইস্টবেঙ্গল দলকে পরাজিত করেছিল এফসি গোয়া। এবার সেই ধারা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য আইএসএলের এই ডাকুতে ফুটবল দলের। তবে চোট আঘাতের পাশাপাশি কার্ড সমস্যার জন্য এদিন খেলতে পারবেন না দলের দুই তারকা ফুটবলার।

Advertisements

Carl McHugh

Advertisements

কার্ল ম্যাকহিউ এবং দেজান ড্রাজিচ। তাঁদের অনুপস্থিতি কিছুটা হলেও হয়তো প্রভাব ফেলতে পারে ম্যাচের মধ্যে। তবে সেই সব নিয়ে এখন খুব একটা ভাবতে নারাজ গোয়া দলের কোচ মানোলো মার্কুয়েজ। বরং ঘরের মাঠে ৩ পয়েন্ট সংগ্রহ করেই মাঠ ছাড়তে চান এই স্প্যানিশ হাইপ্রোফাইল। সেই মত গত কয়েকদিন ধরে ফুটবলারদের অনুশীলন করিয়েছেন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ ম্যাচে ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে দিয়েছিল গোয়া শিবির। সেই ছন্দ বজায় থেকেই জয় এসেছে নতুন বছরে। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করেছিল এফসি গোয়া।

Dejan Drazic

যদিও পরবর্তীতে তারা দুইটি ম্যাচে ড্র করতে হয় বোরহা হেরেরাদের। আটকে যেতে হয় হায়দরাবাদ এফসির পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। কাজটা যে খুব একটা কঠিন নয় সেটা ভালো মতোই জানেন মানোলো মার্কুয়েজ। তবুও এই ম্যাচের জন্য যথেষ্ট সাবধানী তিনি। এদিন প্রথম থেকেই ঘন ঘন আক্রমণ শানিয়ে গোল তুলে নিতে চাইবেন মানোলো মার্কুয়েজ। সেক্ষেত্রে আজ ও ভরসা রাখছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর উপর। পাশাপাশি আফফ্রন্টে তাঁকে সঙ্গ দেওয়ার জন্য থাকছেন ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে মহম্মদ ইয়াসির, ব্রিসন ফার্নান্দেজের মতো ফুটবলাররা।

ডিফেন্সিভ মিডে থাকছেন বোরহা হেরেরা। সেইসাথে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে সন্দেশ ঝিঙ্গানের উপর ভরসা রেখেছেন গোয়া দলের কোচ। এছাড়াও থাকছেন আকাশ সাঙ্গওয়ানের পাশাপাশি ওডেইয়ের মতো ফুটবলাররা।

Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ