ভারতীয় ফুটবল পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিবাদ গোয়ার

fc-goa-beat-inter-kashi-reach-super-cup-2025-semi-final

নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের শেষ ম্যাচে নেমেছে এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তাজিকিস্তানের শক্তিশালী ফুটবল দল এফসি ইস্তিকলোল। হিসাব অনুযায়ী দেখলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে মানোলো মার্কেজের ছেলেদের। তবুও আজকের ম্যাচ জিতে অন্তত তিন পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা ছিল সুপার কাপ জয়ীদের। সেই কথা মাথায় রেখেই দল সাজিয়েছিলেন কোচ। তবে এবার ম্যাচের শুরুতে প্রতীকী প্রতিবাদে দেখা‌ গেল এফসি গোয়ার ফুটবলারদের।

Advertisements

আসলে এদিন ম্যাচের প্রথমদিকে বেশ কিছু সেকেন্ড মাঠে হতাশ হয়ে বসে থাকলেন দলের ফুটবলাররা। যা রীতিমতো নজর কেড়েছে সকলের। কিছু সময় পরেই সোশ্যাল সাইটে দলের খেলোয়াড়দের এমন আচরন নিয়ে গোটা পরিস্থিতি স্পষ্ট করে দেয় এফসি গোয়া ম্যানেজমেন্ট। যেখানে খেলোয়াড়দের মাঠে বসে থাকার ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘ আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচের শুরুতে, এফসি গোয়ার খেলোয়াড়রা প্রতীকী অঙ্গভঙ্গি হিসেবে প্রথম কয়েক সেকেন্ডের জন্য খেলা বন্ধ রেখেছিলেন, যা বর্তমানে ভারতীয় ফুটবলকে প্রভাবিত করা অনিশ্চয়তাকে তুলে ধরার জন্য করা হয়েছিল। এই পদক্ষেপটি সম্পূর্ণরূপে দেশের ফুটবল ইকোসিস্টেমের মুখোমুখি হওয়া বৃহত্তর চ্যালেঞ্জ গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছিল।’

   

পাশাপাশি আরও বলা হয়, ‘ এটি আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলোল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর বিরুদ্ধে পরিচালিত ছিল না, যাদের সবাইকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। এই অঙ্গভঙ্গিতে প্রতিযোগিতা বা অংশীদারদের বিরুদ্ধে প্রতিবাদের কোনো উপাদান ছিল না এবং এটি সদিচ্ছার সাথে করা হয়েছিল, কাউকে অপমান বা কোনো ব্যাঘাত ঘটানোর কোনো উদ্দেশ্য ছিল না।’ বর্তমানে এই ছবি যথেষ্ট সাড়া ফেলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বলাবাহুল্য, শেষ তিন চার মাস ধরেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে আইএসএল।

অন্যান্য সিজন গুলিতে এই সময় ইন্ডিয়ান সুপার লিগ জোরকদমে চালু থাকলেও এবার একেবারেই ভিন্ন পরিস্থিতি। ক্লাব গুলির সঙ্গে একাধিকবার বৈঠক করে ও এখনও পর্যন্ত সমাধান সূত্র খুঁজে আনতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২৬শে ডিসেম্বর ফের ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বৈঠকে বসছে উভয়পক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements