সুপার কাপ ফাইনাল বিনামূল্যে! সমর্থকদের জন্য দারুণ ঘোষণা গোয়ার

fc-goa-super-cup-final-free-entry-fans-ticket-announcement-vs-east-bengal

এবারের এই সুপার কাপে দুরন্ত ছন্দে রয়েছে এফসি গোয়া (FC Goa)। গ্ৰুপ পর্বে অনবদ্য ফুটবল খেলেছিল বোরহা হেরেরারা। সেই সুবাদে অনায়াসেই তাঁরা স্থান করে নিয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। গত বৃহস্পতিবার রাতে নিজেদের ঘরের মাঠে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল গতবারের খেতাব জয়ীরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় মানোলো মার্কেজের ছেলেরা। গোল পেয়েছিলেন ব্রাইসন ফার্নান্দেজ এবং ডেভিড টিমোর।

সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার সামনে ট্রফি জয়ের লড়াই। চলতি সপ্তাহের শেষ দিনে গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে সেই ম্যাচেই নামতে চলেছে ডিজন ড্রাজিচরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের এক প্রধান ইস্টবেঙ্গল ক্লাব। খাতায় কলমে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই এগিয়ে গোয়া। কাজেই খুব একটা অঘটন না ঘটলে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে খুব একটা সমস্যা হয়তো হবে না গতবারের সুপার কাপ চ্যাম্পিয়নদের। সেই মতোই নিজেদের স্কোয়াড সাজাবেন কোচ।

   

যেদিকে নজর রয়েছে প্রত্যেকের। তবে এসবের মাঝেই নয়া চমক দিল আইএসএলের এই ফুটবল ক্লাব। আসন্ন ফাইনাল ম্যাচে এফসি গোয়া সমর্থকদের জন্য বিশেষ ছাড় দিল ম্যানেজমেন্ট। সেমিফাইনালের মত এবার বিনামূল্যে ফাইনাল দেখার সুযোগ থাকছে তাঁদের কাছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে আইএসএলের এই শক্তিশালী দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সকলে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড ইকের গ্যারেক্সোনাকে পাবে না গোয়া শিবির।

সেক্ষেত্রে লাল-হলুদের রক্ষণে ভাঙন ধরাতে জাভিয়ের সিভেরিও টোরো এবং বোরহাদের উপর ব্যাপক প্রত্যাশা থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন