অপেক্ষার অবসান, পল মোরেনোকে দলে দলে টেনে নিল গোয়া

এবারের এই ফুটবল মরসুমে দেশের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল (FC Goa )। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায়…

FC Goa Targets Spanish Defender Pol Moreno for ISL 2025

এবারের এই ফুটবল মরসুমে দেশের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল (FC Goa )। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পল মোরেনোর নাম। গত সিজনে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং স্যান্টান্ডারের সঙ্গে যুক্ত ছিলেন বছর একত্রিশের এই সেন্টার ব্যাক। সেই দলের হয়ে খেলে ফেলেছিলেন একাধিক ফুটবল ম্যাচ। তবে কিছুদিন আগেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল এই ফুটবল ক্লাবের। শোনা যাচ্ছিল তাঁর পরেই এই ডিফেন্ডারকে দলে টানবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া।

সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। সেটাই হল শেষ পর্যন্ত। এবার ভারতের এই প্রথম ডিভিশনের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক। বৃহস্পতিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল গতবারের কলিঙ্গ সুপার কাপ জয়ীরা। দলের সঙ্গে যুক্ত হয়ে এই তারকা বলেন, “এফসি গোয়ায় যোগ দিতে পেরে আমি খুবই খুশি। ক্লাব, সমর্থক এবং গোয়ার ফুটবল সংস্কৃতি সম্পর্কে আমি দারুন কিছু শুনেছি। এটি আমার ক্যারিয়ারের একটি নতুন রোমাঞ্চকর অধ্যায় এবং আমি দলের সাফল্যে অবদান রাখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

   

তাঁর যোগদানের প্রসঙ্গে এফসি গোয়ার কোচ তথা জাতীয় দলের প্রাক্তন কোচ বলেন, ” পোল আমাদের জন্য খুবই ভালো একজন খেলোয়াড়। সে অনেক অভিজ্ঞ। বিশেষ করে গত কয়েক বছর ধরে স্পেনের দ্বিতীয় বিভাগে রেসিং স্যান্টান্ডারের সাথে যুক্ত থেকেছে। সে যথেষ্ট লম্বা ও দক্ষ সেন্টার-ব্যাক‌। লড়াইয়ে খুবই শক্তিশালী এবং মাঠে ভালো নেতৃত্বের পরিচয় দেয়। সে বল পায়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করে, যা আমাদের গঠন এবং আমাদের রক্ষণাত্মক সংগঠনে সাহায্য করবে। সামনে এএফসি কোয়ালিফায়ার বড় প্রতিযোগিতা আসার সাথে সাথে তাঁর অভিজ্ঞতা দলের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ হবে।”

Advertisements

উল্লেখ্য, গত সিজনের শুরু থেকেই দাপটের সাথে ফুটবল খেলেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। প্রথমে ডুরান্ডে ছিটকে যেতে হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে প্রভাব বিস্তার করেছিল এই ক্লাব। যারফলে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি শিল্ডের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম। কিন্তু শেষ পর্যন্ত বজায় ছিল না সেই ধারাবাহিকতা। অনায়াসেই হাতছাড়া হয়েছিল শিল্ড। তবুও লিগ কাপ নিশ্চিত করতে মরিয়া ছিল ফুটবলাররা।তবে আটকে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে। সেই হতাশা কাটিয়ে পরবর্তীতে কলিঙ্গের বুকে আসে সাফল্য। খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে হারিয়ে এসেছিল বহু প্রতীক্ষিত ট্রফি।