এই নয়া সিজনে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে চলেছে এফসি গোয়া ফুটবল (FC Goa) দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক ফুটবলারের নাম। বিদেশি ফুটবলারদের পাশাপাশি এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক ভারতীয় ফুটবলারদের নাম। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে আব্দুল রাবীহর নাম। গত ফুটবল সিজনে হায়দরাবাদ এফসির জার্সিতে খেলেছিলেন কেরালার এই ফুটবলার।
দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁকে নিতে আসরে নামে একাধিক ফুটবল ক্লাব। এমনকি একটা সময় তাঁকে দলে নিতে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তবে পরবর্তীতে আর সেটা বজায় থাকেনি। পরবর্তীতে সকলকে চমকে দিয়ে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া (FC Goa)। আজ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা অফিসিয়ালি ঘোষণা করা দিল গোয়া (FC Goa) শিবির।
যেটা সহজেই নজর কেড়েছে সকলের। সেখানে একটি ভিডিওতে গোয়ার (FC Goa)এক রেস্তোরাঁয় বসে থাকতে দেখা যায় এই ফুটবলারকে। নয়া ফুটবল সিজনে ও নিজেকে মেলে ধরার লক্ষ্য থাকবে এই ফুটবলারের। গত বছর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে দাপুটে পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য পায়নি গোয়া শিবির। সেটা যথেষ্ট হতাশ করেছিল সকলকে। কিন্তু পরবর্তীতে সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল বোরহা হেরেরাদের। সেটাই হয়েছে পরবর্তীতে। খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে হারিয়ে এই শিরোপা জয় করেছিল গোয়া।
হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই আগামী মাস থেকেই শুরু হতে চলেছে সুপার কাপের নতুন সিজন। সেখানে ও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে ফুটবলারদের। কিন্তু তাঁর আগে এএফসির টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে চাইবেন মানোলো।